এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জাতীয় স্তরের বৈরিতা ভুলে রাজ্যে তৃণমূলকে ঠেকাতে হাত মেলাল বিজেপি-কংগ্রেস

জাতীয় স্তরের বৈরিতা ভুলে রাজ্যে তৃণমূলকে ঠেকাতে হাত মেলাল বিজেপি-কংগ্রেস


জাতীয় স্তরে একে অন্যের চরম বিরোধী – কিন্তু রাজ্যের ক্ষেত্রে উভয়েই বিরোধী দল হওয়ার কারণে শাসকদল তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করতে জোট বাঁধলো কংগ্রেস এবং বিজেপি। প্রসঙ্গত উত্তরবঙ্গের মেখলিগঞ্জ ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতে রাজ্যের শাসকদলকে বোর্ড গঠন প্রক্রিয়া থেকে দূরে রাখার জন্য বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করলো।

যদিও ঐ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। উল্লেখ্য মেখলিগঞ্জের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট ১০ টি আসন রয়েছে। যার মধ্যে ৫টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আর অবশিষ্ট ৫ টির মধ্যে ৩ টি বিজেপির ও ২ টি কংগ্রেসের ঝুলিতে যায়। শনিবার এই পঞ্চায়েতের বোর্ড গঠনপর্ব অনুষ্ঠিত হয়। এইসময়ে ভোটাভুটিতে শাসকদল এবং বিরোধী দলের মধ্যে যখন আসন সংখ্যায় ড্র হয় তখন বোর্ড গঠন করার জন্যে টস করতে হয়।

আর সেই টসেই কিস্তিমাত – জয় পায় বিরোধীরা। জাতীয়স্তরে যতই রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী একে অপরের দিকে তীব্র আক্রমনের বান ছুড়ে দিন না কেন – বাংলার মাটিতে তাঁদের দুই দল এক হয়ে কামাল দেখাল পঞ্চায়েতের বোর্ড গঠনে। আর তাই কংগ্রেস-বিজেপি জোটের তরফে ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় সিংহ সরকার।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরে মৃত্যুঞ্জয় সিংহ সরকার বললেন, ”স্থানীয়স্থরে সমস্যার নিরিখে এই জোট, মানুষ তৃণমূল কংগ্রেস বিরোধী বোর্ড চাইছিল ভোটবাড়িতে। তাই মানুষের দাবি মেনে এই জোট হয়েছে। এলাকার উন্নয়নে সকলে মিলে কাজ করে যাব”। অন্যদিকে বিজেপি নেতা দধিরাম রায় বেশ জোর গলায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ”রাজ্য জুরে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও সন্ত্রাস চলছে। তার প্রতিবাদেই কংগ্রেসকে সমর্থন করেছি”।

অবশ্য রাজ্যের দুই বিরোধী দলের জোটকে নীতি বিরুদ্ধ জোট বলে টিপ্পনি কেটে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা লক্ষিকান্ত সরকার বললেন, ”এই জোট অনৈতিক। মানুষ এই জোট সমর্থন করে না”। তবে পঞ্চায়েতের বোর্ড গঠন-পর্বে লক্ষ্যণীয় রাজ্যে তৃণমূলকে আটকাতে দলমত নির্বিশেষে বাম-বিজেপি-কংগ্রেস এক হয়ে যাচ্ছে। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে – তৃণমূলকে আটকাতে যদি নীচুতলায় এইভাবে বিরোধীরা জোট করে তা কিন্তু রীতিমত চিন্তার কারণ হবে তৃণমূল কংগ্রেসের জন্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!