এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃনমূলে যোগ দেওয়ার জন্য কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা,দাবি সতীর্থের

তৃনমূলে যোগ দেওয়ার জন্য কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা,দাবি সতীর্থের

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বিরোধীদের মিথ্যে মামলায় ফাসিয়ে দেওয়ার ক্রমাগত অভিযোগ উঠছিল শাসকদল তৃনমূলের বিরুদ্ধে।সম্প্রতি উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও সেই চিত্র প্রকাশ্যে এসেছে।জানা গেছে,উত্তর দিনাজপুরের জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ জেলা কংগ্রেসের 10 জন সমর্থকের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা করা হয়। সূত্রে খবর,14মে পঞ্চায়েত নির্বাচনের দিন রায়গঞ্জ ব্লকের ভাগডুমুর এলাকায় এক গন্ডোগোলে নাম জড়ায়  মোহিথ সেনগুপ্তর।

শনিবার রায়গঞ্জ জেলা আদালতে এই কংগ্রেস নেতার হয়ে আগাম জামিনের আবেদন করেন তির আইনজীবি অলোক ঝাঁ।এদিন মোহিতবাবুর আইনজীবি জানান,মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখেই ওনার আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারক।

এভাবে রাজ্যের সর্বত্র কংগ্রেস কর্মীদের ফাসানোর অভিযোগ তোলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের মুখপাত্র পবিত্র চন্দ।তিনি বলেন,”মোহিতবাবুর বিরুদ্ধে যে রার বার মিথ্যে মামলা করা হচ্ছে তা আদালতেই প্রমানিত।তৃনমূলের উদ্দেশই হচ্ছে তাঁর ওপর চাপ সৃষ্টি করে শাসকদলে যোগদান করানো।কিন্তু এতে কোনো লাভই হবে না।”সাথে সাথে কংগ্রেসের এই নেতা আরও অভিযোগ করে বলেন,”নির্বাচনের দিন বড়ুয়া অঞ্চলের বারিয়া এলাকায় তৃনমূলের প্রার্থী সহ তার সঙ্গীদের ওপর হামলা চালায় গ্রামবাসীরা।পরে রাকেশ সূত্রধর নামে এক তৃনমূল কর্মীর মৃত্যু হয়।জ্বালিয়ে দেওয়া হয় 15 টি মোটর বাইক ও 2 টি চাকার গাড়ি।এই ঘটনার পরই তৃনমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী অনুপ কর রায়গঞ্জ থানায় আমাদের সভাপতির বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে,তৃনমূলের করা এই অভিযোগের ভিত্তিতে 302,323,325,341,109,25,27 এইকয়টি ধারা সহ বেআইনি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরন আইনে রায়গঞ্জ থানায় মামলা রুজু করে পুলিশ।

জেলা কংগ্রেস সূত্রে খবর,এলপরই ঘটনার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানান তারা।জেলা শাসকের কাছে এই মামলা  বাতিলেরও আবেদন জানানো হয়।জেলা কংগ্রেসের আরও দাবি,এর আগেও রায়গঞ্জ পুরসভার বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ তুলে প্রাক্তন পুরপ্রধান মোহিত বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মহকুমা শাসক টিএন শেরপা।পুলিশ এ নিয়ে মামলা রুজু করলেও আদালতে জামিন পেয়ে যান মোহিত সেনগুপ্ত।

স্থানীয় সূত্রে খবর,বারবার মোহিত বাবুকে এইভাবে ফাসানোর চেষ্টায় জেলার মানুষ চরমভাবে ক্ষুদ্ধ।এইভাবে চলতে থাকলে দলমত নির্বিশেষে জেলাবাসী পথে নামবে বলেও জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!