এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘বুথ-জ্যামের’ কায়দায় ‘মনোনয়ন-জ্যাম’, শাসকদলের নতুন কৌশল নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে

‘বুথ-জ্যামের’ কায়দায় ‘মনোনয়ন-জ্যাম’, শাসকদলের নতুন কৌশল নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে

এবার বিরোধীপক্ষ নয়া অভিযোগ আনলো রাজ্যের শাসকদলের বিরুদ্ধে , অভিযোগ সিউড়িতে বুথ জ্যামের কায়দায় মনোনয়ন কেন্দ্রও জ্যাম করে দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা! শনিবার অনেক সকালবেলা থেকেই বীরভূমের জেলাসদরে মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপত্র পেশ করার জন্যে প্রায় তিন হাজার মানুষের লাইন পড়ে যায়। এদের সকলেরই দাবি এরা সকলেই শাসকদলের প্রার্থী হয়ে আগ্রহী। কিন্তু প্রশ্ন হলো এত প্রার্থী এল কোথা থেকে? এই নিয়েই বিরোধীরা অভিযোগ করে জানায় তাঁদের মনোনয়ন পেশ রুখতেই পরিকল্পনামাফিক এই কাণ্ড ঘটিয়েছে শাসকদল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিরোধীদের বক্তব্য অনুযাই সিউড়িতে মহকুমাশাসকের দপ্তরে সামনে গ্রামোন্নয়ন ভবনে মনোনয়নপত্র পেশ করার উদ্দেশ্যে যাঁরা লাইনে দাঁড়িয়েছেন, তাঁরা কেউ শাসকদলের ঘোষিত প্রার্থী নন। সবাই সাধারণ কর্মী কিংবা সমর্থক। বিরোধীদের মনোনয়নপত্র পেশ করার কাজে বিঘ্ন ঘটাতেই, পরিকল্পনামাফিক তাঁদের লাইনে দাঁড় করানো হয়েছে। কারণ, এতজন প্রার্থী নিয়ম মাফিক মনোনয়নপত্র পেশ করতে গেলে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে দীর্ঘ সময় লেগে যাবে। ফলে বিরোধীরা আর মনোনয়ন জমা দেওয়ার কোনো সুযোগই পাবে না। এইভাবে পরিকল্পনামাফিক রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বুথ জ্যামের মতো মনোনয়ন কেন্দ্রেও জ্যাম করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!