এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের তৃণমূলে যোগ হেভিওয়েট নেত্রীর, পঞ্চায়েতের আগে অস্বস্তিতে বামেরা

ফের তৃণমূলে যোগ হেভিওয়েট নেত্রীর, পঞ্চায়েতের আগে অস্বস্তিতে বামেরা

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শক্তিবৃদ্ধি করলো তৃণমূল। এদিন সিপিআইএমের ঘর ভেঙে সিপিএমের এরিয়া কমিটির সদস্যা তথা দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য কুন্তি পাণ্ডে তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জানা গেছে যে ব্যান্ডেল বাজারে এক জনসভায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে তৃণমূলে যোগ দিয়ে কুন্তীদেবী ক্ষোভের সুরে জানান যে তিনি ২০০৩ সাল থেকে তিনি টানা সিপিএমের প্রতীকে পঞ্চায়েত সদস্য হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করেছেন কিন্তু তাঁর প্রাক্তন দল তাঁকে তাঁর প্রাপ্য সম্মান দেয়নি। শুধু তাই নয় বর্তমানে মানুষের জন্য কাজের ইচ্ছেও আর দলের নেতাদের নেই বলেও অভিযোগ তুলেছেন । তিনি আরো জাজান যে, ” তাই কাজ করার জন্যই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা হাতে তুলে নিয়েছি।” এই নিয়ে খুশি অসিতবাবু বলেন, চুঁচুড়া বিধানসভা এলাকায় সিপিএমের যা অবস্থা এখন কয়েক জনকে ঘোরাফেরা করতে দেখা গেলেও পঞ্চায়েত নির্বাচনের পর আর আতসকাচ দিয়েও খুঁজে বের করা যাবে না” এর ফলে পঞ্চায়েতের আগে বেশ কিছুটা অস্বস্তিতে পড়লো সিপিআইএম তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!