এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কাঁধে বন্দুক রেখে দেবকে প্রার্থী করেছে তৃণমূল – বিস্ফোরক রুপা, পাল্টা জবাব দেবেরও

কাঁধে বন্দুক রেখে দেবকে প্রার্থী করেছে তৃণমূল – বিস্ফোরক রুপা, পাল্টা জবাব দেবেরও


লোকসভা নির্বাচনের মরসুমে মোদী বনাম মমতার বাকযুদ্ধে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। প্রায় প্রতি সভা থেকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করে উত্তপ্ত করে তুলছে এই ভোটযুদ্ধকে। আর এবার শাসক বনাম বিরোধী নেতাদের এই তরজায় যুক্ত হলেন চলচ্চিত্র জগতের দুই চরিত্র তৃণমূলের দেব এবং বিজেপি রূপা গঙ্গোপাধ্যায়। আর নেতায়-নেতায় যুদ্ধ থেকে এবার অভিনেতা বনাম অভিনেত্রীর মধ্যে রাজনীতি নিয়ে এই যুদ্ধে হতবাক অনেকেই।

প্রসঙ্গত, রবিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে যখন বুনিয়াদপুরের প্রচার করতে দেখা গিয়েছিল ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট অভিনেতা দেবকে, ঠিক তখন এদিনই বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলায় আসন বিজেপি নেত্রী রুপা গঙ্গোপাধ্যায়। আর সেখানেই এসে দেব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “বেচারা দেব ফেসে গেছে। আপনারা যারা দেবকে চেনেন, তারা তো জানেন যে দেবের কাঁধে বন্দুক রেখে তাকে দাড় করানো হয়েছে। ও এবার তৃণমূলের হয়ে লড়তে চায়নি। ওকে ঘাটাল থেকে লড়তে বাধ্য করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পাল্টা এদিনই বুনিয়াদপুরের সভাতে উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে এই ব্যাপারে মুখ খুলে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব বলেন, “আমি এখানে আছি, ভালো আছি। আমার কোনো অসুবিধে নেই। রুপাদি আমাকে নিয়ে চিন্তা করছেন এটা আমার ভালো লাগছে।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ এর আগে দেবের বিরুদ্ধে মন্তব্য করলেও দেব সেই ভারতী ঘোষকে দিদি বলে সৌজন্যতার বার্তা দিয়েছেন। আর এদিন বালুরঘাট লোকসভা কেন্দ্রে এসে সেই দেবকে ফাঁসানো হয়েছে বলে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে মন্তব্য করলেও সেই রুপাদেবীর প্রতি সৌজন্যতারই বার্তা দিলেন বিশিষ্ট অভিনেতা দেব বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

অন্যদিকে প্রধানমন্ত্রী সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছেন বলেও এদিন বালুরঘাটের মাটিতে দাঁড়িয়ে অভিযোগ করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যদি তার অভ্যস্ত ভাষায় কথা বলেন তাহলে দলের 2 থেকে 4 জন লোকের সামনেই তা উনি ওনার বাড়িতে বসে বলুন। সেটা ওনার ব্যক্তিগত পরিচয় দেবে। কিন্তু উনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার মুখে এই ধরনের কথা শোভা পায় না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!