এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের অনেক নেতাই বিজেপির সাথে যোগাযোগ রাখছেন দাবি দিলীপ ঘোষের

তৃণমূলের অনেক নেতাই বিজেপির সাথে যোগাযোগ রাখছেন দাবি দিলীপ ঘোষের

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনএর ফলাফল ঘোষনার একদিন পরেই এদিন সাংবাদিক বৈঠক করে স্বমহিমায় সরকার বিরোধীতা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন, “প্রধানমন্ত্রীকে বাংলার সম্পর্কে কেন বলতে হচ্ছে? কারণ, জল এতটাই গড়িয়েছে যে ওনাকে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে। প্রধানমন্ত্রী সম্পর্কে বলার আগে মুখ্যমন্ত্রী এটা ভাবুন।” একই সাথে দিলীপ বাবু এদিন দাবি করে বললেন, “মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছে। আমি বলছি, তৃণমূলের অনেক এমএলএ, এমপি, নেতা আমার সঙ্গে সম্পর্ক রাখছেন। পঞ্চায়েতের রেজাল্টের পর আরও বেশি করে যোগাযোগ করছেন।” তাঁর মতে বাংলার বর্তমান পরিস্থিতি নিরিখে অল্প দিনেই এখানে রাষ্ট্রপতি শাসনের দাবি করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!