এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের ‘অগণতান্ত্রিক’ ছবি স্পষ্ট পঞ্চায়েতে, জাতীয় স্তরে সঙ্গ ছাড়ছে ‘ফেডারেল ফ্রন্ট’ সঙ্গীরা

তৃণমূলের ‘অগণতান্ত্রিক’ ছবি স্পষ্ট পঞ্চায়েতে, জাতীয় স্তরে সঙ্গ ছাড়ছে ‘ফেডারেল ফ্রন্ট’ সঙ্গীরা


ফরওয়ার্ড ব্লক সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েও মমতার থেকে হাত সরিয়ে নিলো।তাদের দাবী শাসকদল নির্বাচনের নামে সন্ত্রাসের তান্ডব চালাচ্ছে যেটা মোটেই কাম্য নয়।সম্প্রতি অবিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে ফ্রন্ট গড়ার ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী দিল্লি গিয়ে এবংবিজেপির বিরুদ্ধে তাঁর ওই আহ্বানকে সমর্থন করা উচিত বলে বিবৃতি দিয়েছিলেন ফ ব-র জাতীয় সম্পাদক জি দেবরাজন। কিন্তু এদিন প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বিবৃতি প্রকাশ করে জাতীয় স্তরে সঙ্গ ছাড়ছে ‘ফেডারেল ফ্রন্ট’ তা এদিন স্পষ্ট করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি জানান যে-”বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ার ডাক দিয়ে বাংলার শাসক দল অত্যাচার চালাচ্ছে। প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, বর্তমান বিধায়ক, মহিলা প্রার্থী- কেউ রেহাই পাচ্ছেন না। যিনি নিজের রাজ্যে মানুষের এবং বিরোধীদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে ব্যর্থ, তাঁর মুখে গণতন্ত্রের কথা মানায় না!” দেবরাজন উল্লেখ করেছেন বাংলায় তৃণমূলের ‘অগণতান্ত্রিক’ চেহারার ছবি তুলে ধরার চেষ্টা করা হবে সেই সব দলের নেতৃত্বের কাছে,মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সাথে কথা বলে গেছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!