এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মৎস দপ্তরের পুকুর ভরাট করে বহুতল – তীব্র প্রতিবাদ তৃণমূলেরই একাংশের

মৎস দপ্তরের পুকুর ভরাট করে বহুতল – তীব্র প্রতিবাদ তৃণমূলেরই একাংশের

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই জোর করে জমি ভরাট করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে পাথেয় করেই মৎস্য দপ্তরের পুকুর ভরাটের চেষ্টা করলে এক ব্যক্তিকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাল শাসকদল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, বহরমপুর শহরের ধোপঘাটি এলাকায় মৎস্য দপ্তরের পুকুরের ভরাট করাকে নিয়ে চরম চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, বহরমপুরের পুরভবনের ঠিক পেছনেই এই পুকুরটিতে মাটি ফেলে এক ব্যক্তি বহুতলের পিলার তৈরীর কাজ করছিল। এমনকি এইভাবে কোনো পুকুর যে ভরাট করা যায় না সে ব্যাপারে বাসিন্দাদের তরফে প্রতিবাদ করা হলেও সেই ব্যক্তি নিজেকে মানবাধিকার সংগঠনের কর্মী বলে দাবি করে হুমকিও দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই এদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে কিছু তৃণমূল কর্মী সেখানে গিয়ে নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু অভিযুক্ত ব্যক্তি কোনো মতেই সেই কাছ থেকে পিছিয়ে আসতে নারাজ ছিলেন। আর এরপরই তৃণমূল কর্মীদের সাথে তার প্রবল বচসা বাধে। বাধ্য হয়ে শাসক দলের কর্মী-সমর্থকরা বোজানো পুকুরের সেই অংশে তৃণমূলের ঝাণ্ডা পুতে দিয়ে পুলিশকে খবর দেয়। আর এরপরই ঘটনাস্থলে এসে পুলিশ গোটা ঘটনাটিকে সামাল দেয়।

এদিন এই প্রসঙ্গে বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন “এই পুকুরটি মৎস্য দপ্তরের। মানবাধিকার কমিশনের নাম করে স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে কোনো ব্যক্তি ছয় কাঠা অংশ ভরাট করছিলেন। এই ব্যাপারে তিনি কোনো সরকারি অনুমতি পত্র দেখাতে পারেননি। তাই সেই কাজ বন্ধ করা হয়েছে। পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা পুলিশ প্রশাসনের কাছেও ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”

অন্যদিকে এই ব্যাপারে বহরমপুরের মহকুমাশাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় বলেন, “পুকুর ভরাটের অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” তবে এই পুকুরটি মৎস্য দপ্তরের পুকুর হলেও সেই মৎস্য দপ্তর এই ব্যাপারে নাকি কিছুই জানে না! সব মিলিয়ে এবার মৎস দপ্তরের পুকুর ভরাট করে বহুতলের প্রতিবাদে সরব শাসক দলের কর্মী-সমর্থকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!