এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের খবরের শিরোনামে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

ফের খবরের শিরোনামে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

ফের খবরের শিরোনামে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের নিদর্শন। ঘটনাটি ঘটেছে দিনহাটার গীতলদহের ১ নম্বর ব্লকে। স্থানীয় শুতে জানা গেছে যে দীর্ঘদিন ধরেই গোষ্ঠী কোন্দল চলছে এখানে। আর তার জেরেই এদিন আক্রান্ত হলেন দুজন। একজন ঘটনাস্থলে গুলিবিদ্ধ এবং অন্যজনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে দিনহাটা মহাকুমা হাসপাতালে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় নাকি মাঝেই তৃণমূল বনাম তৃণমূলের লড়াই হয় যুব নেতাদের মধ্যে। এবার পঞ্চায়েত নির্বাচনে দুই পক্ষই আলাদা করে প্রার্থী দেওয়ায় দ্বন্দ্বের পারদ আরো চড়া হয়। আর তার ফলেই ফের একবার প্রবল আকার ধারণ করে গোষ্ঠীদ্বন্দ্ব । জানা গেছে,স্থানীয় তৃণমূল কর্মীরা এদিন জারিধরলা গ্রামে নিজস্ব মিটিং করছিলো। এমন সময় হামলা চালায় দুষ্কৃতিরা ধারালো অস্ত্র হাতে। পালাতে গেলে পলাতকদের লক্ষ্য করে গুলিও ছোঁড়া হয় এর ফলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন রহিম আলি নামে এক তৃণমূলকর্মী। এবং অন্যজনের উপর চালানো হয় ধারালো অস্ত্র। যুব তৃণমূলগোষ্ঠীর এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কোচবিহার জেলা সম্পাদক নিশীথ প্রামানিক। পাশাপাশি অভিযোগ ভিত্তিহীন বলেও দাবী করেন তিনি। অন্যদিকে এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে দিনহাটা থানায়। তদন্তে নেমেছে পুলিশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!