এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল ও যুব তৃণমূলের দ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেন খোদ জেলা যুব তৃণমূল সভাপতি

তৃণমূল ও যুব তৃণমূলের দ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেন খোদ জেলা যুব তৃণমূল সভাপতি

তৃণমূল ও যুব তৃণমূলের দ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেন খোদ জেলা যুব তৃণমূল সভাপতি। তৃণমূলের অন্দরে কোন্দল ক্রমশ বেড়েই চলেছে। এখন এই কোন্দল এতটাই বড়ো আকার ধারণ করেছে যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের থেকে তৃণমূল যুব সংগঠনের কর্মীরা তৃণমূলের জন্য বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অন্তর্দ্বন্দ্ব ক্রমাগতই প্রকাশ্যে এলেও স্বীকার করে নি তৃণমূল শিবির। কিন্তু এবার কোচবিহারের যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায় এবিষয়ে মুখ খুললেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন তিনি স্পষ্ট জানান, ”যারা দলের প্রতীক পাবেন, তাঁদের জন্য সকলকে এক যোগে প্রচার করতে হবে। যুব কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাঁদের কাছে প্রতীক আছে তাঁদের হয়েই প্রচার করতে। যাঁরা দলীয় প্রার্থীকে সরিয়ে নিজেরা ভোটে লড়ছেন, তাঁদের তালিকা তৈরি করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে।” কোচবিহার, দিনহাটায় বারংবার যুব তৃণমূল ও তৃণমূলের মধ্যে কোন্দল প্রকাশ্যে এসেছে। এবার তাই যুব তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের উদ্যেশ্যে যুব তৃণমূলের সভাপতি এমন বক্তব্য করলেন। আর তাই তাঁর এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন বাড়তি মনোনয়ন প্রত্যাহারের জানান। তবে তবে এই দুই নেতার বার্তা দলের নিচু তলার কর্মীরা ঠিক কতটা মানবেন সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!