এখন পড়ছেন
হোম > রাজ্য > একনজরে চিনে নিন উত্তরবঙ্গের ‘কেষ্টদাকে’, অনুব্রতকে কড়া টক্কর দাপুটে এই নেতার

একনজরে চিনে নিন উত্তরবঙ্গের ‘কেষ্টদাকে’, অনুব্রতকে কড়া টক্কর দাপুটে এই নেতার


অবিশ্বাস্য হলেও সত্যি ! উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় দেখা পাওয়া গেলো অন্য ‘কেষ্টা’র। দক্ষিন বঙ্গের বীরভূমের অনুব্রত মন্ডল ওরফে ‘কেষ্টা’ র পরিচিতি এতদিন পরে আলাদা করে দেওয়ার কোনো দরকার পরে না । তবে জলপাইগুড়ির কৃষ্ণ দাস ওরফে কেষ্টা’র জনপ্রিয়তা নেহাতই মন্দ নয়। জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলের সদস্য এই কৃষ্ণ দাস জলপাইগুড়ির বারোপেটিয়া থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এখানে ১১ টা আসনের মধ্যে ১০ টা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘জয়’ পেয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য বারোপেটিয়ার ১৮/১৬৩ নম্বর সর্দারপাড়া বুথ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘জয়ী’ হয়েছেন কৃষ্ণ দাসের স্ত্রী স্বপ্না দাস। সেই কারণে নির্বাচন হচ্ছে কেবলমাত্র ১৮/১৬২ মাছুয়াপাড়া বুথেই। ঐ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন কৃষ্ণ দাস। কৃষ্ণ বাবু নিজের জয়ের প্রসঙ্গে একরকম নিশ্চিত ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সকালে এই দাস দ্মপ্তি একসাথে ভোটাধিকার প্রয়োগ করতে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে আনন্দের সাথেই বললেন, “‘জয় এখন সময়ের অপেক্ষা।” এখন নজর দক্ষিণবঙ্গের বীরভূমের দিকে ফেরালে দেখা যাচ্ছে যে বীরভূম জেলা পরিষদের ৪২ টি আসনের মধ্যে এবার ৪১ টি আসনেই কোনও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। ১৯ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টি তে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ৩ রা জুন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নাম নির্বাচনের গেজেট বিজ্ঞপ্তিতে প্রকাশ করা যাবে না। ৩ রা জুন, ফের ই-মনোনয়ন সংক্রান্ত মামলার শুনানি। সেদিন এই বিষয়ে ফের নির্দেশ দিতে পারে আদালত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!