এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মাথায় বন্দুক ঠেকিয়ে ৩০ জনের সশস্ত্র দুষ্কৃতী দল অপহরণ করল তৃণমূলের সম্ভাব্য প্রধানকে

মাথায় বন্দুক ঠেকিয়ে ৩০ জনের সশস্ত্র দুষ্কৃতী দল অপহরণ করল তৃণমূলের সম্ভাব্য প্রধানকে

হাতে গোনা মাত্র কয়েক দিনের মধ্যেই পঞ্চায়েতে বোর্ড গঠন হতে চলেছে । ঠিক তার আগেই জনৈক নির্বাচিত জনপ্রতিনিধি অপহৃত হলেন। জানা যাচ্ছে অপহৃত ব্যক্তি পঞ্চায়েত প্রধান পদের একজন দাবিদার ছিলেন। ঐ ব্যক্তির পরিবার সুত্রে জানা গিয়েছে, রবিবার বেশ অনেক রাতে তাঁদের বাড়িতে প্রায় ৩০ জন স্বশস্ত্র আততায়ী হানা দেয় এবং ঐ জনপ্রতিনিধিকে অপহরণ করে নিয়ে যায়।

অভিযোগ ঐ সময়ে তাঁর পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাঁদের এলোপাথারি মারধর করা হয়। নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েত এলাকায়। ঐ পঞ্চায়েত সদস্যদের পরিবারের লোকজন এই ঘটনার কথা জানিয়ে সোমবার সকালে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং-এক নম্বর ব্লকে গোপালপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন জনৈক নন্দকিশোর সর্দার। রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে  তিনি জয়লাভও করেছিলেন। 

পঞ্চায়েত নির্বাচনে গোপালপুর পঞ্চায়েতে রাজ্যের শাসক দলের সাথে গোঁজ প্রার্থীদের জোরদার প্রতিদ্বন্দ্বীতা হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে জানা যায় মোট ১৮ টি আসনের মধ্যে গোপালপুর পঞ্চায়েতে নির্দলরা পেয়েছেন ন’টি আসন। এবং অবশিষ্ট ৯ টি আসন মিলেছে তৃণমূল কংগ্রেস দলের। ফলে স্বভাবতই পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে শুরু হয়ে যায় বিবাদ। এমন সময়ে আকষ্মিকভাবে তৃণমূল কংগ্রেসের দলের জয়ী সদস্য নন্দকিশোর সর্দার নির্দল শিবিরের প্রতি আগ্রহ দেখালে বিপাকে পড়ে তৃণমূল কংগ্রেস দল। কারণ নন্দকিশোর সর্দার নির্দলদের প্রতি অনুরক্ত হয়ে পড়ায় পঞ্চায়েত বোর্ড গঠনের লড়াইয়ে নির্দল শিবির এগিয়ে যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সেই মতো চলতি মাসের ২৭ তারিখ পঞ্চায়েত বোর্ড গঠনের দিন স্থির হয়। জানা যাচ্ছে আর তাই নাকি নন্দকিশোর সর্দার নির্বাচনে জয়লাভের পর থেকেই গোপালপুরের বাড়িতে থাকছিলেন না। সোমবার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে রবিবার সকালেই বাড়িতে আসেন তিনি। আর এদিন গভীর রাতেই তাঁকে নিজ বাসভবন থেকে অপহরণ করা হয়। এদিকে এই অপরহরণের ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের ভূমিকা রয়েছে বলে অভিযোগ নন্দকিশোর বাবুর পরিবারের। এই অপহরণের ঘটনায় স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে অসম্মত হয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!