এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ‘আসল’ গঙ্গাজল শহরবাসীকে দিতে তৃণমূল নেতার লেবেল সাঁটা বোতল বিলি – তুঙ্গে বিতর্ক

‘আসল’ গঙ্গাজল শহরবাসীকে দিতে তৃণমূল নেতার লেবেল সাঁটা বোতল বিলি – তুঙ্গে বিতর্ক

এবার জলদূষনে অতিষ্ট শহরবাসীকে পরিচ্ছন্ন জল উপহার দিতে উদ্যোগী হলেন শিলিগুড়ি পৌরসভার 13 নং ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর মানিক দে। সূত্রের খবর, শহরের জলে নোংরা থাকার কারনে শিলিগুড়ি থেকে তিনশো কিমি দূরে বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল নিয়ে এসে তা বোতলে ভরে একদিকে মহাদেবের ছবি আর অপরদিকে নিজের ছবি সাঁটিয়ে জনসাধারনের কাছে বিলি করছেন তৃনমূলের এই কাউন্সিলর।

সূত্রের খবর, এদিন এই জলবিলি অনুষ্টানটি বেশ মহাসমারোহে পালিত করেন মানিক দে। যেখানে উপস্থিত থাকতে দেখা যায় শিলিগুড়ি পৌরসভার তৃনমূলের বিরোধী দলনেতা রঞ্জন সরকারকেও। জানা গেছে, জলের পাশাপাশি এদিন সকলির হাতে একটি করে মিষ্টিও তুলে দেওয়া হয়। তবে এই জল বিলিতে রাজনীতির অভিযোগ তুলে মানিক দের বিরুদ্ধে সরব হয়েছে বাম, কংগ্রেসের মত দলগুলি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এমনকী তৃনমূলের একাংশও মনে করছেন যে, এই এলাকায় রামনবমীতে বিজেপির প্রভাব বেশ ভালোই ছিল। তাই বিজেপিকে আটকাতে এই শিবের ছবি সাটিয়ে জনসাধারনের কাছে জল বিলি করছেন রাজ্যের শাসকদলের এই কাউন্সলর। তবে এই সমস্ত জল্পনা উড়িয়ে তৃনমূলের মানিক দে বলেন, ” শ্রাবন মাসে ধর্মপ্রান মানুষের কাছে গঙ্গাজল পৌছে দিতে এবং ভেজাল জল থেকে শহরবাসীকে মুক্তি দিতেই এই উদ্যোগ।  

রাজনৈতিক মহলের মতে, এই মানিক দের 13 নং ওয়ার্ডে বিজেপির ভিত শক্ত হতে শুরু করেছে। আবার এখানে অনেক ধর্মপ্রান মানুষও রয়েছে। তাই তাদের হাতে গঙ্গাজল তুলে দিয়ে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করতে চাইছেন এই তৃনমূল কাউন্সিলর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!