এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রসিদ ছাপিয়ে মোটা টাকা আদায়, অভিযোগ তৃণমূলের দিকে! জোর চাঞ্চল্য

রসিদ ছাপিয়ে মোটা টাকা আদায়, অভিযোগ তৃণমূলের দিকে! জোর চাঞ্চল্য

 

দল এবং সরকারকে একসাথে গুলিয়ে না ফেলার কথা বারবার শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। কিন্তু নেত্রীর কথায় সেইভাবে গুরুত্ব না দিয়ে মাঝেমধ্যেই তৃণমূলের নেতাকর্মীদের আচরন দল এবং সরকারের মধ্যবর্তী পর্যায়ে ঘুরতে দেখা গেছে। অনেক ক্ষেত্রে, তৃণমূলের অনেক সংগঠনের পক্ষ থেকে মোটা টাকা আদায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তৃণমূল দলকে। যার পরিপ্রেক্ষিতে দলকে স্বচ্ছ হওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

কিন্তু তা সত্ত্বেও এবার বনদপ্তরের তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠনের রাজ্য সম্মেলন উপলক্ষে মোটা টাকা চাঁদা তোলার অভিযোগ উঠল সেই তৃণমূলের বিরুদ্ধে। আর রাজ্য সম্মেলনের জন্য তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কেন এভাবে টাকা তুলছে! তা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ফরেস্ট সার্ভিস ফেডারেশনের সপ্তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আর যে সম্মেলন উপলক্ষে এখন অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় 100 500 এবং 1000 টাকার রশিদ ছড়িয়ে পড়েছে। যে রশিদে নাম রয়েছে সংগঠনের কোষাধক্ষ্য, সড় কোষাধক্ষ্য এবং রিসেপশন কমিটির চেয়ারম্যানের। আর যে ঘটনায় এখন তৈরি হয়েছে চরম বিতর্ক। এইভাবে রশিদ কেটে চাঁদা সংগ্রহ করা আদৌ কি যুক্তিযুক্ত! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের দাবি, সংগঠনের সদস্য নয়, এমন কোনো ব্যক্তির কাছ থেকেও প্রভাব খাটিয়ে চাঁদা তোলা হতে পারে। সেক্ষেত্রে সংগঠনের ভাবমূর্তি এতে অনেকাংশেই নষ্ট হবে। পাশাপাশি অনেকের আবার বক্তব্য, সম্মেলন উপলক্ষে টাকা তোলার বিষয়টি তাদের সংবিধানে নেই। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অনেক সদস্যকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেই সভার জন্য এভাবে টাকা তোলা হয়নি। ফলে এখন কেন সম্মেলনের জন্য টাকা তোলা হচ্ছে!

তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে দলের একাংশ। যদিও বা সমালোচকদের সেসব মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ফেডারেশন অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক অমল সিনহা। এদিন তিনি বলেন, “এভাবে টাকা সংগ্রহ করার উদ্যোগ নিয়ে কোনো অন্যায় করা হয়েনি। এর আগেও আমাদের সংগঠনের সম্মেলনের জন্য এভাবে টাকা সংগ্রহ করা হয়েছে। বনদপ্তরের এই সংগঠন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় চলে এবং এখানে নিয়মিত অডিট করা হয়।”

তবে অমলবাবু যে কথাই বলুন না কেন, রশিদ ছাপিয়ে যেভাবে টাকা সংগ্রহ করা হচ্ছে, তাতে তৃণমূলের এই সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতিতে সমালোচকদের কাছে বিদ্ধ হয়ে এই সংগঠন চাঁদা আদায় থেকে সরে আসে কিনা! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!