এখন পড়ছেন
হোম > রাজ্য > আজ না হলে কাল ভোট হবেই, আপনা ঐক্যবদ্ধ থাকুন – তৃণমূল সাংসদের নির্দেশ কর্মীদের

আজ না হলে কাল ভোট হবেই, আপনা ঐক্যবদ্ধ থাকুন – তৃণমূল সাংসদের নির্দেশ কর্মীদের

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের লক্ষ্যা – ২ গ্রাম পঞ্চায়েতের আয়োজনে মহিষদল ব্লকের আজড়ায় এক নির্বাচনী সভায় উপস্থিত হয়েছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তাঁর এদিনের বক্তব্যে , রাজনৈতিক মহলের মতে শাসক দলের অন্দরে এক বিভেদ মূলক আশঙ্কার ইঙ্গিত পাওয়া গেছে। যা মূলত ক্রমশ পশ্চাদগামী নির্বাচনের তারিখের ভিত্তিতে গড়ে উঠেছে বলে অনুমান করা হচ্ছে। এদিন তিনি বললেন, “আজ না হলে কাল ভোট হবেই, আপনা ঐক্যবদ্ধ থাকুন। সম্প্রদায়িক দল বিজেপি সাধারন মানুষকে ভুল বুঝিয়ে অন্যপথে পরিচালিত করতে পারে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাই আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।” তাঁর মতে বিরোধীরা একজোট হয়ে আদালতের কাছে ভুল তথ্য পেশ করছে জার জেরে নির্বাচনে বাধা আসছে। কিন্তু তা সফল হবে না বলেই তিনি মনে করেন।কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্যই বাংলার মানুষ তৃণমূলের পাশে থাকবে। এছাড়াও এদিনের ভাষণে তিনি আরও বললেন, ”বিরোধীদের পায়ের তলার মাটি না থাকায় মানুষ তাদের সঙ্গে নেই। তাই তারা প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজে না পাওয়ায় একাধিক অভিযোগ করে চলেছে। ওরা কোর্টেই থাক আর আমরা ভোটে। এক দিন না একদিন ভোট করতে হবেই। সেদিনের অপেক্ষায় থাকলাম আমরা। আর সেদিনই ভোটের ফলাফলের মধ্যদিয়ে ওদের জবাব দেব।” উল্লেখ্য এদিন তিনি মহিষাদম ব্লকের আজড়া ছাড়াও ব্লকের আরও ৩টি জায়গা-কাঞ্চনপুর, রামবাগ ও ভূঁইয়া সুড়াতে নির্বাচনী সভায় যোগদান করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!