এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের উপপ্রধানের স্বামীর নির্দল হিসাবে মনোনয়ন, চলল ফেলে মার, ব্যাপক বোমাবাজি

তৃণমূলের উপপ্রধানের স্বামীর নির্দল হিসাবে মনোনয়ন, চলল ফেলে মার, ব্যাপক বোমাবাজি

রায়গঞ্জের বোগ্রামে তৃণমূলের উপপ্রধানের স্বামী নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। গত শুক্রবার রাতে দুষ্কৃতিরা তাঁর বাড়িতে চড়াও হয়ে শারীরিক নিগ্রহ সহ দফায় দফায় বোমাবাজি চালায় ও ভাঙচুর করে। শনিবার সকাল অবধি এই ঘটনার ধারা অব্যাহত থাকে। ঘটনায় সন্দেহের তীর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে।রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি অঞ্চলের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের অধিকা বর্মন এদিন অভিযোগ জানিয়ে বললেন,”আমার স্বামী দীপক বর্মন তৃণমূলের টিকিট না পেয়ে এবার নির্দলের হয়ে মনোনয়ন দাখিল করেছে। এরপর থেকেই তা প্রত্যাহারের জন্য আমাদের সকলকে হুমকি দেওয়া হচ্ছিল। শুক্রবার রাতে বহিরাগত কিছু দুষ্কৃতী বাইক নিয়ে এসে দোকান ও বাড়িতে বোমা, গুলি চালায়। আমার স্বামীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।” এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুয়ারী শুধু এই নির্দল প্রার্থীর উপরই আক্রমন হয়নি ,এলাকার বিজেপি ও বাম-কংগ্রেসের জোট প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যও বারে বারে হুমকি দেওয়া হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি প্রার্থী চুনীলাল রায় এবং সিপিএম-কংগ্রেসের জোটপ্রার্থী পরিতোষ মণ্ডলকে হুমকি ও মারধর করার অভিযোগও উঠলো এদিন। জানা যাচ্ছে শুক্রবার রাতে প্রায় ২৫টি মোটর বাইক নিয়ে এক দল দুষ্কৃতী এলাকায় ঢোকে। এলাকার একাংশের দাবি হাতে গোনা বিরোধী দলের প্রার্থীরাই দুষ্কৃতি আক্রমনের শিকার । তবে ঐদিন রাতে গ্রামবাসীরা রুখে দাঁড়ানোয় আক্রমনকারীরা তাদের কাজে বিশেষ সাফল্য অর্জন করতে পারেনি। গ্রামবাসীর তাড়া খেয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী মোটর বাইক ফেলে এলাকা ছেড়ে পালায়। পরে দুষ্কৃতিদের ফেলে রেখে যাওয়া মোটর বাইকে এলাকাবাসী ভাঙচুর করে। এদিকে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ রয়েছে এলাকাবাসীর মধ্যে। গ্রামবাসীর অভিযোগ, একাধিকবার ফোন করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। যদিও বিজেপি এবং জোটপ্রার্থীরা কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে। অবশ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। উলটে তারা দাবি করেছে নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবেই জোটপ্রার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!