এখন পড়ছেন
হোম > রাজ্য > টিকিট প্রত্যাশীর স্বামীকে বেধড়ক মার, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ধুন্ধুমার মালদায়

টিকিট প্রত্যাশীর স্বামীকে বেধড়ক মার, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ধুন্ধুমার মালদায়

মালদা জেলার মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রার্থী বাছাই বৈঠকে একই দলের মধ্যে দুই আলাদা গোষ্ঠীর মধ্যে এদিন মারধর হানানহানির ঘটনার সাক্ষী রইলো এলাকার মানুষ। এই ঘটনা ঘটলো শাসক দলের মধ্যেকার দুই অর্ন্তদলের মধ্যে । তৃণমূল নেত্রী স্ত্রী শাহানাজ পারভিন, প্রার্থীপদের দাবিদার তাঁর স্বামী মুজিবর শেখকে বাঁশ লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো বর্তমান পঞ্চায়েত প্রধান সাকিলা বিবির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনার অল্প সময়ের মধ্যে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত মুজিবরকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে 

এদিন বৈঠকে উপস্থিত দলীয় সদস্যদের থেকে জানা যায়, ১১৩ নম্বর বুথে প্রার্থী হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবিদার হয় মুজিবর শেখ। এরফলে পঞ্চায়েতের বর্তমান প্রধান সাকিলা বিবির লোকজনদের রোষের শিকার হয় মুজিবর শেখ। প্রথমে বাক যুদ্ধ হলেও পরের দিকে সেটা মারামারিতে পৌঁছোয়। এরপর সাকিলা বিবির লোকজন বৈঠকের মধ্যেই বাঁশ লোহার রড নিয়ে মুজিবরের উপর ঝাপিয়ে পড়ে। চোখের সামনে এই ঘটনা দেখে বাধা দিতে যায় উপস্থিত কিছু দলীয় কর্মী। এদিকে অপরপক্ষের নেতা শেখ গিয়াসদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, “মুজিবর প্রথমে দলবল নিয়ে তাদের উপর চড়াও হয়ে মারধর করেছে। আমরা কাউকে মারধর করেনি।” যদিও গোটা ঘটনা নিয়ে জেলা পুলিশ ও মালদা জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!