এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃনমূলের ষড়যন্ত্রে ও পুলিসি হয়রানিতে পঞ্চায়েতের জয়ীরা ঘর ছাড়া, ক্ষোভ উগরে দিল বিজেপি

তৃনমূলের ষড়যন্ত্রে ও পুলিসি হয়রানিতে পঞ্চায়েতের জয়ীরা ঘর ছাড়া, ক্ষোভ উগরে দিল বিজেপি


এ রাজ্যে পঞ্চায়েত ভোটে শাসকদল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিজেপি। এবারে তাঁদের সেই অভিযোগকে সত্যি করে তৃনমূলের সন্ত্রাসের ফালাকাটার ধনিরামপুর-1 নং গ্রাম পঞ্চায়েতে বিজেপির হয়ে নির্বাচিত সাত সদস্যকে পালিয়ে বেড়াতে হচ্ছে। যা নিয়ে তৃনমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে এলাকার গেরুয়া শিবিরের নেতারা ফালাকাটার বিডিও অফিস ঘেরাও করলেও শাসকদলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। জেলা বিজেপির সাধারন সম্পাদক নারায়ন মন্ডল বলেন,” বিজেপি এইখানে জয়ী হওয়াতেই তৃনমূলের আশ্রিত দুস্কৃতিরা তাঁদের কর্মীদের ভয় দেখিয়ে বাড়িছাড়া করছে। পুলিশ যদি এব্যাপারে পদক্ষেপ না নেয়, ওবে আমরা প্রতিবাদে নামব।” অন্যদিকে জেলার মহিলা মোর্চার সভানেত্রী দিপালী রায় এ ব্যাপারে সঠিক তদন্ত না হলে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হওয়ারও হুশিয়ারি দিয়েছেন। যদিও তৃনমূলের ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী বিজেপির এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, “পুলিশ বিষয়টি দেখছে। বিজেপি যদি প্রমান করতে পারে তাহলে আমরাই ওদের কর্মীদের ঘরে ফেরানোর ব্যাবস্থা করব।” এ প্রসঙ্গে ফালা কাটার বিডিও স্মিতা সুব্বা এই ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিলেও ফালাকাটার আইসি বিনোদ গজমেড় বলেন,'”অভিযোগ ছাড়া ব্যাবস্থা নেওয়া যায় না। অভিযোগ এলে ব্যাবস্থা নেব।” সূত্রের খবর, 14 আসনবিশিষ্ট ধনিরামপুর-1 নং গ্রাম পঞ্চায়েতে বিজেপি 9 টি ও তৃনমূল 5 টি আসন পায়। আর এর পর থেকেই বিজেপি তৃনমূলের দ্বন্দ্বে উত্তপ্ত হয় এলাকা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!