এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্র বিরোধী আন্দোলন আরও তৃণমূল স্তরে ছড়িয়ে দিতে আজ ও কাল বড় পদক্ষেপ শাসকদলের

কেন্দ্র বিরোধী আন্দোলন আরও তৃণমূল স্তরে ছড়িয়ে দিতে আজ ও কাল বড় পদক্ষেপ শাসকদলের


কেন্দ্রের পক্ষ থেকে সিবিআইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে এই দাবি জানিয়ে দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিদ্রোহ জানিয়ে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর গত 3 ফেব্রুয়ারি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে দেশের গণতন্ত্র ও সংবিধান প্রতিষ্ঠার দাবিতে মেট্রো চ্যানেলে ধরনায় বসে পড়েন খোদ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর দেশে বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন পদক্ষেপে তাঁর পাশে দাঁড়াতে দেখা যায় একাধিক বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীদের। তবে তিন দিনের ধরনা শেষে বিজেপি বিরোধী হিসেবে পরিচিত টিডিপি সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে সাথে নিয়ে দিল্লিতে সেই ধরনার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে জাতীয় স্তরে বিজেপি বিরোধী দল হিসেবে তৃণমূল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করলেও রাজ্যে সেই তৃণমূলকেই চাপে রাখতে যখন একাধিক পদক্ষেপ নিচ্ছে গেরুয়া শিবির, ঠিক তখনই বঙ্গের প্রতিটি জেলায় জেলায় সেই ধরনা কর্মসূচি করবার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বৃহস্পতিবার রাজ্যের সবকটি জেলায় গণঅবস্থান কর্মসূচি নিয়েছে শাসক দল। পাশাপাশি শুক্রবার মহকুমা ভিত্তিক অবস্থান কর্মসূচিরও ঘোষণা করেছে তৃণমূল। জানা গেছে, সকাল 10 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত জেলায় জেলায় কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্র ও সংবিধান প্রতিষ্ঠার জন্য তৃণমূলের এই অবস্থান কর্মসূচি চলবে।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দেশের সংবিধান রক্ষার তাগিদেই তৃণমূল জেলায় জেলায় অবস্থান করবে। রাজনৈতিক মোকাবেলায় ব্যর্থ হয়ে কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে বিজেপি বিরোধীদের হেনস্থা করতে চাইছে। আর এর বিরুদ্ধে সরব হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই গোটা দলকে জেলায় জেলায় কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের জন্য অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে।”

সব মিলিয়ে এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র বিরোধী আন্দোলনকে বড় মাত্রায় ছড়িয়ে দিতে আজ ও আগামীকাল রাজ্যে গণঅবস্থান করার কর্মসূচি নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!