এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসকদলের জাল প্যাড ছাপিয়ে তোলাবাজি, চোখ কপালে দলীয় নেতাদেরই

শাসকদলের জাল প্যাড ছাপিয়ে তোলাবাজি, চোখ কপালে দলীয় নেতাদেরই

অস্তিত্বই নেই এমন এক সংগঠনের সদস্যদের উন্নয়নের জন্যে লাগাম ছাড়া ভাবে চাঁদা তোলা হচ্ছে। শাসক দলের নাম করে চাঁদা তোলার তৎপরতা দেখে হতবাক স্বয়ং শাসক দলের নেতৃত্বই। এই কর্মকান্ডে যুক্ত শাসক দলের তথাকথিত নেতা কর্মীদের দাবি দলের জেলা সভাপতির নির্দেশেই তাঁরা এই কয়াজ করছেন। সংগঠনের নাম  ‘ ক্যাজুয়াল এন্ড কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন’। যে রসিদের পরিবর্তে চাঁদা নেওয়া হচ্ছে সেখানে জাল নথিভুক্তকরণ নম্বর সহ চেয়ারম্যান হিসাবে নাম রয়েছে আইএনটিটিইউসির সর্বভারতীয় সভাপতির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ এই প্যাড দেখিয়েই দুর্গাপুরের বেসরকারি ‘আই কিউ সিটি’ হাসপাতালে ঠিকা শ্রমিকদের সদস্য করার নামে টাকা তোলা হচ্ছে । এমনকি অভিযোগ উঠেছে এই বে আইনী সংগঠনের হয়ে পশ্চিম বর্ধমান জেলায় সংগঠনের তথাকথিত সভাপতি শ্রীনিবাস গুপ্তা নিজেকে স্বঘোষিত তৃণমূল কংগ্রেস নেতা জাহির করে এই ‘তোলাবাজি’র নেতৃত্ব দিচ্ছেন ।  এই সংগঠনের সদস্যপদ গ্রহণের জন্যে চাঁদা কত ? খতিয়ে দেখতে গিয়ে জানা গেলো প্রথম ছয় মাস বা একবছরের জন্যে মাসে চাঁদা দশ টাকা করে। এরপরে এই চাঁদার পরিমান বৃদ্ধি পাবে। দূর্গাপুর হাসপাতালের ঠিকাকর্মীদের সন্দেহের কারণেই ঐ সংগঠনের খোঁজ খবর শুরু হয়। আর সেখান থেকেই প্রকাশ্যে আসে এই চাঞ্চল্যকর তথ্য। জানা যায় চার বছর আগে উত্তরবঙ্গের কোন এক তৃণমূল কংগ্রেস কর্মী এই সংগঠনের জন্যে আইএনটিটিইউসির কাছে নথিভুক্তকরণের জন্যে আবেদন করেন। কিন্তু এই আবেদন মঞ্জুর হয়নি। এখন সেই সংগঠনের প্রস্তাবিত পরিকল্পনার আড়ালে চলছে এই বেআইনী ব্যবসা। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ভি শিবদাসন দাশু বললেন, “দলের শ্রমিক সংগঠনকে ভেঙে দেওয়া হয়েছে। যেখানে আইএনটিটিইউসির সর্বভারতীয় সভাপতিই ওই সংগঠনকে বেআইনি বলে আখ্যা দিয়েছেন সেখানে আমার কিছু বলাই উচিত নয়। যারা এই সব বেআইনি কাজ করছে তাদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!