এখন পড়ছেন
হোম > রাজ্য > স্ক্রুটিনি পর্বেই শাসকদলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করল

স্ক্রুটিনি পর্বেই শাসকদলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করল

বুধবারে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র স্ক্রুটিনির পর্বেই লক্ষনীয় শাসকদলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়।১৪টি পঞ্চায়েত সমিতির ৩টি অর্থাৎ উদয়নারায়ণপুর, আমতা-১ ও বাগনান-২ পঞ্চায়েত সমিতি তিনটি তৃণমূলের দখলে যেতে চলেছে বিনা লড়াইয়ে।উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনের মধ্যে ১৯টি, আমতা-১-এর ৩৮টি আসনের মধ্যে ২২টি এবং বাগনান-২ পঞ্চায়েত সমিতির ২১টির মধ্যে ১১টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তৃণমূল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

হাওড়ায় বাকি পঞ্চায়েত সমিতিগুলিতেও ডোমজুড়ে ১৪টি, আমতা-২ ব্লকে ১১টি, পাঁচলা ও জগত্‍বল্লভপুরে ২টি করে, বাগনান-১ ব্লকে ৩টি, উলুবেড়িয়া-১ ব্লকে ১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।অধিকাংশ জায়গাতেই যে শাসকদলের দামামা বাজছে তা বুঝে নিতে সমস্যা হওয়ার কথা নয়।রাজনৈতিক সূত্রের খতিয়ান বলছে,যে তিনটি পঞ্চায়েত সমিতির ফলাফলে ইতিমধ্যেই শাসকদলের জয় ঘোষণা হয়েছে,সেখানে বিরোধীরা প্রতিটিতেই মোট আসনের অর্ধেকের বেশি আসনে প্রার্থী দিতে অপারক থেকেছে। হাওড়ায় ১৪টি পঞ্চায়েত সমিতির মোট ৪৬২টি আসনের ৮৯টিতেই শাসকদলের বিরোধিতা করার কোনো প্রার্থীই নেই। তবে সাঁকরাইল, শ্যামপুর-১, শ্যামপুর-২, উলুবেড়িয়া-২ এই চারটি জায়গার ছবি অন্য কথা বলছে।চারটিতেই শাসকদলের সঙ্গে বিরোধীদের লড়াই হবে হাড্ডাহাড্ডি। জেলা পরিষদের ৪০টি আসনেও বিরোধীদের প্রার্থী রয়েছে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!