এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলকে ৪২ এ ৪২ দিতে ঘোষিত মহাতারকা সম্বলিত নির্বাচনী কমিটি – জানুন বিস্তারিত

তৃণমূলকে ৪২ এ ৪২ দিতে ঘোষিত মহাতারকা সম্বলিত নির্বাচনী কমিটি – জানুন বিস্তারিত

গত বছর ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে তাঁর দলের ৪২ টি আসনের মধ্যে ৪২ টি আসনেই জয় চায়। আর তারপরে সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব দাবি করতে থাকে বাংলা থেকে ৪২ এ ৪২ হলেই কেন্দ্র থেকে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে উৎখাত করে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেই লোকসভা নির্বাচন শিয়রে – এদিকে প্রবল প্রতিদ্বন্দ্বী গেরুয়া শিবির হুঙ্কার দিয়েছে এই নির্বাচনে বাংলা থেকে অন্তত ২২-২৩ টি আসন যাবে তাদের দখলে। ইতিমধ্যেই নির্বাচনী কমিটির আহ্বায়ক করা হয়েছে একদা তৃণমূল কংগ্রেসের অঘোষিত দুনম্বর নেতা মুকুল রায়কে। আর তিনি দায়িত্ব নিয়েই একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিতদের গেরুয়া শিবিরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। একই সঙ্গে হুঙ্কার দিয়ে রেখেছেন – এটা নাকি সবে ‘ট্রেলার’ হচ্ছে, নির্বাচন ঘোষণা হয়ে গেলে নাকি আরও বড় ভাঙন অপেক্ষা করে আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রীর স্বপ্ন পূরণ করতে কোমড় বেঁধে আসরে নেমে পড়ল ঘাসফুল শিবিরও। শাসকদলের ৪২ এ ৪২ করার আকাঙ্খা পূরণ করার জন্য মহাতারকা সম্বলিত ১২ জনের নির্বাচনী কমিটি ঘোষিত হয়ে গেল। শাসকদলে সর্বোচ্চ নেত্রীই যে কোন বিষয়ে শেষ সিদ্ধান্ত নেন। ফলে, নির্বাচনী সংক্রান্ত বিষয়েও তিনিই শেষ সিদ্ধান্ত নেবেন বলেই মনে করা হচ্ছে। কিন্তু, তাঁকে সেই সিদ্ধান্ত নিতে সহযোগিতা করার জন্য এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। শাসকশিবির সূত্রে,যা খবর পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে এই কমিটিতে আছেন –

১. অভিষেক বন্দ্যোপাধ্যায়
২. সুব্রত বক্সি
৩. ফিরহাদ হাকিম
৪. শুভেন্দু অধিকারী
৫. ডেরেক ও’ব্রায়েন
৬. অরূপ বিশ্বাস
৭. সুব্রত মুখোপাধ্যায়
৮. পার্থ চট্টোপাধ্যায়
৯. চন্দ্রিমা ভট্টাচার্য
১০. শশী পাঁজা
১১. জ্যোতিপ্রিয় মল্লিক
১২. মলয় ঘটক

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!