আসামে তৃণমূলের প্রতিনিধিদল নিয়ে অনেক কিছুই স্পষ্ট করে দিলেন মহুয়া মৈত্র জাতীয় রাজ্য August 8, 2018 সম্প্রতি অসমে নাগরিকপঞ্জীর তালিকা থেকে 40 লক্ষ মানুষের নাম বাদ পড়ায় এ রাজ্যের তৃনমূল কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধিদল আসামে গেলে তাঁদের তীব্র হেনস্তার শিকার হতে হয়। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক কুটকচালি শুরু হয়ে গিয়েছে তৃনমূল এবং বিজেপির মধ্যে। এদিকে আসামের এই প্রতিনিধিদলে থাকা তৃনমূল বিধায়ক মহুয়া মৈত্রও চরম হেনস্থার শিকার হয়েছিলেন। আসাম থেকে ফিরে তিনিও এখনও নিজের এলাকায় যাননি। আর এরই মাঝে তৃনমূলও এইভাবে দলীয় বিধায়ক সাংসদদের হেনস্থা করায় বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে। জানা গেছে, বাংলার নদীয়া জেলায় 20 থেকে 21 লক্ষ উদ্বাস্তু আছে। তার পাশাপাশি মতুয়া সদস্যরাও রয়েছে। এদিন কালা দিবসের আয়োজন করে তৃনমূল কংগ্রেস। সেখানেই জেলার প্রত্যেক নেতারাই বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখেন। তবে এদিনে সবথেকে আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিল আসামে হেনস্থা হওয়া নদীয়ার করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্রের বক্তব্য। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। এদিন তিনি বলেন, ” আমাদের ওখানে দুশো পুলিশ আটকে রেখেছিল। বলছে, আমি নাকি এক কনষ্টেবলকে মেরে হাসপাতালে ভর্তি করেছি। ভাবুন, কত মিথ্যে! কোথায় আমরা ছ জন আর কোথায় ওদের দুশো পুলিশ।” এদিন তিনি আরও বলেন, ” বাইরে মিডিয়াকে জানাতে দৌড় লাগিয়েছিলাম। আমাদের গ্রেফতার করার কথা বললে যখন আমরা বললাম কোথাও যাব না তখন আমাদের বেআইনি ভাবে প্রিভেনটিভ অ্যারেষ্ট করে। আমরা পরাধীন ভারত দেখে এলাম।” রাজনৈতিক মহলের মতে, নিগৃহীত তৃনমূল বিধায়ক মহুয়া মৈত্র বাংলায় এসে আসামের সমস্ত ঘটনা জনসমক্ষে তুলে ধরে গেরুয়া শিবিরকে প্রবল চাপে ফেলে দিলেন। আপনার মতামত জানান -