এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংসদে পারফরম্যান্সে তৃণমূলকে গুনে গুনে গোল বঙ্গ-বিজেপি! তবে সবমিলিয়ে শোচনীয় অবস্থা বাংলার

সংসদে পারফরম্যান্সে তৃণমূলকে গুনে গুনে গোল বঙ্গ-বিজেপি! তবে সবমিলিয়ে শোচনীয় অবস্থা বাংলার

 

মানুষ বড় আশা করে নেতাদের ভোটে জিতে বিধানসভা এবং লোকসভায় পাঠায়। কিন্তু বিধায়ক এবং সাংসদ হওয়ার পরই সেই মানুষের দাবি নিয়ে সদনে সোচ্চার হওয়া অপেক্ষা নীরব ভূমিকা পালন করতে দেখা যায় সেই সাংসদ, বিধায়কদের। তবে সদ্যসমাপ্ত রাজ্যের লোকসভা নির্বাচনে তৃণমূল 22 এবং বিজেপি 18 টি আসন পাওয়ার পর অনেকে ভেবেছিল, এবার হয়ত সংসদে দুই রাজনৈতিক দলেরই প্রতিনিধিরা মানুষের দাবি নিয়ে সোচ্চার হবেন।

কেননা ভবিষ্যতে বিধানসভায় ভালো ফল করতে গেলে, মানুষের দাবি সংসদে তুলে ধরে মানুষের সহানুভূতি আদায় করবেন তারা। তবে বাংলার শাসক-বিরোধী মোটের উপর 42 জন সাংসদের পারফরম্যান্সই যে সংসদে প্রবলভাবে খারাপ, তা স্পষ্ট হয়ে গেল।

সূত্রের খবর, গত 17 জুন থেকে 12 ডিসেম্বর পর্যন্ত সংসদের দুটি অধিবেশন হয়েছে। আর সেই অধিবেশনে পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, বাংলার 6 জন তৃণমূল সাংসদ, 4 জন বিজেপি সাংসদ এবং 1 জন কংগ্রেস সাংসদ কোনো প্রশ্ন করেননি। তবে এই সময়ে তৃণমূলের মাত্র তিনজন সাংসদ বিতর্কে অংশ নিয়েছেন। যার মধ্যে নাম রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর। একইভাবে দুটি অধিবেশনে একটিও প্রশ্ন করতে পারেননি, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, খলিলুর রহমান, কাকলি ঘোষ দস্তিদার, চৌধুরী মোহন জাটুয়া এবং আবু তাহেররা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু তৃণমূল নয়, বিজেপির অনেক সাংসদেরও এই একই দশা। বাংলা থেকে বিজেপিকে 18 টা আসন দিয়ে বাংলার জনগণ অনেক আশা প্রকাশ করলেও, দুই অধিবেশনে একটিও প্রশ্ন করতে পারেননি বিজেপির এসএস আলুওয়ালিয়া, নিশীথ প্রামাণিক, জগন্নাথ সরকার এবং কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। জানা গেছে, সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে বিজেপি 21.5 শতাংশে এবং তৃণমূল 16.59 শতাংশ হারে রয়েছে। তবে বাংলার বিজেপির সাংসদরা সংসদে ভালো প্রশ্ন করতে না পারলেও, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সংসদে রেকর্ড তৈরি করেছেন।

জানা গেছে, দুটি অধিবেশন মিলিয়ে প্রায় 128 টির মত প্রশ্ন করেছেন। আর সুকান্ত মজুমদারের পরেই রয়েছেন বিজেপির উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মুর প্রশ্ন সংখ্যা 84 টি। আর বিজেপির এই দুই সাংসদের পরে 68 টি প্রশ্ন করে তৃতীয় স্থানে রয়েছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

অন্যদিকে 26 টি প্রশ্ন করে বাংলার সাংসদদের মধ্যে চতুর্থ স্থানে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। বিশেষজ্ঞরা বলছেন, বাংলার মানুষ অনেক আশা করে জনপ্রতিনিধিদের সংসদ বা বিধানসভায় পাঠায়। কিন্তু মোটের উপর তাদের যে পারফরম্যান্স সামনে আসছে, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। যদি সংসদে বসে থাকাই সাংসদদের একমাত্র লক্ষ্য হয়, তাহলে মানুষের কোন কাজে আসবেন তারা! এখন তা নিয়েই নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!