এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূল ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে একটি সম্প্রদায়কে উত্‍সাহ দিচ্ছে।” বিস্ফোরক লকেট

“তৃণমূল ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে একটি সম্প্রদায়কে উত্‍সাহ দিচ্ছে।” বিস্ফোরক লকেট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাড়ির আপত্তিকে অগ্রাহ্য করেই হরিদেবপুরবাসি এক মহিলা বিয়ে করেছিলেন ভিন্ন ধর্মের এক যুবককে। অভিযোগ উঠেছে, বিয়ের পর থেকেই তাঁর উপরে অত্যাচার শুরু করে দেয় তাঁর স্বামী। এরপর গত বৃহস্পতিবার ঘরের ভেতর থেকে উদ্ধার করা হলো গৃহবধূর মৃতদেহ। বিয়ের চার মাসের মধ্যেই তাঁর এই রহস্যজনক অকাল মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গেল এলাকাজুড়ে। গতকাল শুক্রবার হরিদেবপুরের জোকার এন ই রোডে গৃহবধূর বাড়িতে গিয়ে, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে সংখ্যালঘু তোষণের অভিযোগে অভিযুক্ত করলেন তিনি।

স্থানীয় সূত্রের খবর, জোকার বাসিন্দা পাপিয়া পাল নামে এক মহিলা ৪ মাস আগে বিয়ে করেছিলেন ওই এলাকারই এক যুবক আবুল কালাম মিদ্দাকে। তাঁদের সম্পর্ক নিয়ে বাড়িতে প্রবল আপত্তি ছিল। শোনা যায় বাড়ি থেকে পালিয়ে তিনি বিয়ে করেছিলেন আবুল কালাম মিদ্দাকে। অভিযোগ উঠেছে বিয়ের পর থেকেই তাঁর ওপর অত্যাচার শুরু করে দেন তাঁর স্বামী আবুল কালাম। এরপর গত বৃহস্পতিবার রহস্যজক ভাবে ঘরের ভিতরে পাওয়া গেল গৃহবধূ পাপিয়া পালের ঝুলন্ত মৃতদেহ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গেল। স্বামী আবুল কালাম ও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন মৃতা পাপিয়া পালের পরিবারের লোকেরা। তাঁরা হুঁশিয়ারি দিলেন, তাঁর শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে, পাপিয়া পালের মৃতদেহ বের করতে দেয়া হবে না। শেষ পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিদেবপুর থানার পুলিশ। পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার পর গতকাল শুক্রবার মৃতা গৃহবধূ পাপিয়া পালের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেছেন যে ভোটব্যাঙ্ক এর কারণে শাসকদল তৃণমূল একটি বিশেষ সম্প্রদায়কে উৎসাহ দিচ্ছে। সেই সঙ্গেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, সঠিক ভাবে যদি এই ঘটনার তদন্ত না হয়, তবে হরিদেবপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে।

বিজেপি সাংসদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল অভিযোগ করেছে যে, একটা পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রং দিচ্ছেন বিজেপি সাংসদ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বেশকিছু অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। প্রসঙ্গত, শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার সংখ্যালঘুদের তোষণের অভিযোগ এনেছে বিজেপি। এবার এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে আবার অনুরূপ অভিযোগ আনল বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!