এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রকাশ্যেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক, তীব্র অস্বস্তিতে শাসকদল? লাগাম দিতে শাস্তির ভাবনায় দল?

প্রকাশ্যেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক, তীব্র অস্বস্তিতে শাসকদল? লাগাম দিতে শাস্তির ভাবনায় দল?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে অস্বস্তিতে রয়েছে শাসকদল। সেখানে দলের নেতা মন্ত্রীদের দলেরই অন্য ব্যক্তিত্বদের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে বারবার। যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা কটাক্ষ করেছেন। এরই মধ্যে আবারও সম্প্রতি ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারীর একের পর এক বিস্ফোরক মন্তব্যে তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, এই ঘটনায় তাঁর দলেরই একাংশ নেতা-কর্মী ওই বিধায়কের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে সংবাদমাধ্যমে দেওয়া ওই বিধায়কের সমস্ত বক্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যা ইতিমধ্যেই দলের রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

অন্যদিকে, স্বাভাবিক ভাবেই এই ঘটনায় একুশের বিধানসভা ভোটের আগে বিধায়কের এমন মন্তব্যে জেলার রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার ভোটকুশলী পিকে এবং দলের জলপাইগুড়ি জেলা সভাপতি কিষাণ কল্যাণীর ভূমিকা নিয়ে সংবাদমাধ্যমের সামনে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ওই বিধায়ক। আর তা নিয়ে জল্পনা ছিলই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারই মধ্যে ময়নাগুড়িতে পুরসভা না হওয়াতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তিনি বুধবার প্রশ্ন তোলেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ময়নাগুড়ি পুরসভা হয়নি, এটা সরকারের ব্যর্থতা। আর এরপরই যেন আগুনে ঘি পড়ে। শাসক দলের বিধায়ক হয়েও অনন্তবাবুর মুখে এমন কথায় চোটে যান দলের অন্যান্য নেতারা।

সেখানে দলের জলপাইগুড়ি জেলার কো-অর্ডিনেটর চন্দন ভৌমিকের তরফে বিধায়ককে সংযত থাকার বার্তা দিতে শোনা যায়। এদিন তিনি বলেন, এভাবে চললে দল কঠিন ব্যবস্থা গ্রহণ করবে। সেইসঙ্গে সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে বিধায়কের সংযত হওয়া দরকার বলেও জানান তিনি। সেইসঙ্গে হঠাৎ বিধায়ক কেন এসব কথা বলছেন, তা বুঝতে পারছেন না বলেও জানান তিনি।

তিনি বলেন, “দল নিশ্চয় এই ব্যাপারে বিশ্লেষণ করবে। আমাদের সরকার রাজ্যের সর্বত্র কাজ করছে। ময়নাগুড়ি যথাসময়ে পুরসভা হবে।” অন্যদিকে, দলের জেলা সভাপতি বলেন, “বিধায়ক যা বলেছেন তা আমরা যেখানে জানানোর জানিয়ে দিয়েছি। দল পদক্ষেপ করবে। দলের প্রত্যেকটি সৈনিকের খবর পিকের টিমের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছচ্ছে।”

অন্যদিকে এই সমস্ত ঘটনা নিয়ে বিধায়কের তরফে পরিষ্কার করে কিছুই বলা হয়নি। তাঁর কথায়, “আমি জেলা সভাপতির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি। পুরসভা গঠনের ব্যাপারে যথাযথ জায়গায় জানিয়েছি।” যদিও তাঁর এই অজুহাত আদৌ কোনো কাজে আসবে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে দলের তরফে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!