এখন পড়ছেন
হোম > জাতীয় > নজিরবিহীন ঘটনা! তৃণমূলের পাশে দাঁড়াল বিজেপি, জেনে নিন বিস্তারিত

নজিরবিহীন ঘটনা! তৃণমূলের পাশে দাঁড়াল বিজেপি, জেনে নিন বিস্তারিত


রাজনীতিকে তারা একে অন্যের শত্রু হলেও এবার সদ্য মুসলিম থেকে হিন্দু হওয়া তৃণমূল সাংসদ নুসরাত জাহানের পাশে দাঁড়ালেন বিজেপির সাধ্বী প্রাচী এবং দেবশ্রী চৌধুরী। প্রসঙ্গত, কিছুদিন আগেই লোকসভায় শপথ নিতে আসেন বসিরহাটের এই তৃণমূল সাংসদ।

যেখানে নুসরত জাহানকে সদ্যবিবাহিতা সাজে বেগুনি পাড় সাদা শাড়ি, হাতে চুরা এবং সিঁথিতে সিঁদুর পড়ে শপথ নিতে দেখা যায়। এমনকি নিজের নাম উচ্চারণের জায়গায় নুসরাত জাহান রুহি জৈন বলেও নিজের নাম উল্লেখ করেন তিনি। আর এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। কেন একজন মুসলিম মেয়ে সিঁদুর পড়ে হিন্দু রীতিকে নিয়ে আসলেন, তা নিয়ে সরব হন মৌলবীদের একাংশ।

এরপরই তৃণমূলের এই সাংসদের বিরুদ্ধে রীতিমতো ফতোয়া জারি করে মৌলবি মুফতি আসাদ ওয়াসিম বলেন, “আমরা তদন্ত করে দেখেছি নুসরত একজনকে বিয়ে করেছেন। কিন্তু ইসলাম মতে একজন মুসলিম মেয়ে শুধু মুসলিম ছেলেকেই বিয়ে করতে পারে। ও সংসদে মঙ্গলসূত্র, সিঁদুর পড়ে গিয়েছে। আমরা ওকে নিয়ে চর্চা করতে চাই না।”

একইভাবে নুসরাতের বিরুদ্ধে সরব হয়ে আর এক মৌলবি বলেন, “এরা সব বেলাগাম দেশে আগুন জ্বালাতে চাইছে।” তবে মৌলবিরা যে কথাই বলুন না কেন, এবার সংসদে এই নুসরত জাহানের পাশে দাঁড়াতে দেখা গেল রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এর আগে ফতোয়া ইস্যুতে নুসরাত জাহানের পাশে দাঁড়িয়ে ছিলেন বিজেপির সাধ্বী প্রাচী। যেখানে তিনি বলেছেন, “নুসরাতের মত একজন মহিলা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এটা তার ভবিষ্যৎকে নিরাপদ করবে।” আর এবার তৃণমূলের এই সাংসদের পাশে দাঁড়িয়ে বাংলার বিজেপি সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, “নিজের ধর্ম উল্লেখ করে আত্মপরিচয় দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। সেই বিষয়ে ফতোয়া জারি করা অন্যায়। এটা পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ। এখানে কোনো ফতোয়া চলে না।”

বিশেষজ্ঞদের মতে, রাজনীতিকে বিজেপির সাথে তৃণমূলের আদায়-কাঁচকলায় সম্পর্ক। কিন্তু তৃণমূলের নুসরত জাহান হিন্দু সাজে সজ্জিত হয়ে যেভাবে সংসদে শপথ নিয়েছিলেন এবং তাকে কেন্দ্র করে যেভাবে মুসলিম সমাজের একাংশ তাকে কটাক্ষ করেছিলেন, এবার সেই ইস্যুতে নুসরাতের পাশে দাঁড়িয়ে এ যেন এক অন্য বার্তা দিলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রাচী এবং দেবশ্রী চৌধুরী। যা রাজনীতির উর্ধ্বে উঠে সামাজিক বাতাবরণকেই আরও সুদৃঢ় করল বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!