এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল না বিজেপি কোনদিকে শুভেন্দু? আজকের অমিত শাহের সভার দিকে তাকিয়ে আতঙ্কে তৃণমূল!

তৃণমূল না বিজেপি কোনদিকে শুভেন্দু? আজকের অমিত শাহের সভার দিকে তাকিয়ে আতঙ্কে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বর্তমানে গোটা রাজ্যজুড়ে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন। এক্ষেত্রে বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরের সময় তার হাত ধরেই তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা গেরুয়া শিবিরের নাম লেখাতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল।

সেদিক থেকে এই জল্পনার তালিকায় ছিলেন তৃণমূলের শীর্ষনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এখনও পর্যন্ত দলবদলের ব্যাপারে কোনো চূড়ান্ত খবর পাওয়া যায়নি। তবে আজকের অমিত শাহের সভা থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে পারেন বলে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে কি করবেন শুভেন্দু অধিকারী, এখন তা নিয়ে গোটা রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারী নানা অরাজনৈতিক কর্মসূচিতে যেতে শুরু করেছেন। যেখানে বক্তব্য রাখার সময় একবারও দল তৃণমূল কংগ্রেস বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে দেখা যাচ্ছে না তাকে। শুধু তাই নয়, তিনি যেখানে যেখানে যাচ্ছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। উল্টে তার অনুগামীরা “দাদার অনুগামী” পোস্টার লিখে সেখানে শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব তৈরি হচ্ছে বলে দাবি করেছিল একাংশ। এমনকি অমিত শাহের সফরের সময় রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী তৃণমূল কংগ্রেস ছেড়ে আসতে পারেন বলেও দাবি করেছিল সমালোচকদের অনেকে। তবে প্রথম থেকেই শুভেন্দু অধিকারীর ব্যাপারে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী জানিয়ে দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকবেন। এমনকি মাঝে বিতর্ক যখন চরম আকার নিয়েছিল, তখন শুভেন্দুবাবু নিজেও একটি মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, তার মুখ থেকে কিছু না শুনে যেন তার সম্পর্কে কিছু বলা না হয়।

তবে এত সব কিছু সত্ত্বেও গুঞ্জন এবং জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল। যদি সত্যি সত্যিই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করার মত সিদ্ধান্ত নেন, তাহলে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল চরম সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। কেননা অতীতে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে বিপদে পড়েছে সেখানে মুশকিল আসানের ভূমিকা পালন করেছেন শুভেন্দু অধিকারী গোটা রাজ্য জুড়ে তার প্রচুর অনুগামী রয়েছেন তাই তিনি দলবদল করলে তারা সকলেই তারপর অনুসরণ করবেন এবং যার ফলে তৃণমূল কংগ্রেস ব্যাপক চাপে পড়বে বলে দাবি করা হয়েছিল।

তবে এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। বলতে গেলে সরকারিভাবে এখনও তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা এবং রাজ্যের পরিবহনমন্ত্রী। তবে আগামীকাল অমিত শাহের সভা থেকে সেই শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার মত সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা, তার দিকে এক নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের। যদি সত্যি সত্যিই এমন জল্পনা বাস্তবায়িত হয়, তাহলে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট কার্যত বদলে যেতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, অমিত শাহের সভা থেকে বড়সড় কোনো চমক দেয় কিনা ভারতীয় জনতা পার্টি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!