এখন পড়ছেন
হোম > রাজ্য > মিছিল-পালটা মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে তুলকালাম মালদহতে

মিছিল-পালটা মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে তুলকালাম মালদহতে

তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মিছিল পালটা মিছিল এবং পরবর্তীতে সংঘর্ষের জেরে উত্তপ্ত মালদহের পোস্ট অফিস মোড়। শনিবার উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই দলেরই বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহজনক কাউকে গ্রেফতার করা হয়নি।

প্রসঙ্গত অসমে জাতীয় নাগরিক পঞ্জীর চুড়ান্ত খসড়া প্রকাশিত হলে দেখা যায় সেখানে ৪০ লক্ষ নাগরিকের নাম নেই। এরপরেই নাগরিক পঞ্জীর বিশুদ্ধতা  নিয়ে রাজনৈতিক দল গুলি সওয়াল করে। এই রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূল কংগ্রেস ও সামিল ছিলো। নাগরিক পঞ্জীর স্বচ্ছতা এবং শিলচরে দলীয় প্রতিনিধি দলের উপর প্রতিবাদে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস কালা দিবস পালন করে। রাজ্যের অন্যান্য জেলাগুলির মতো মালদহ জেলাতেও প্রতিবাদী মিছিল বের হয়। এখানে মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, বাবলা সরকার ও অম্লান ভাদুড়ি প্রমুখ নেতৃ বৃন্দ। এদিনের মিছিলের জেলায় শতাধিক কর্মী এবং সমর্থক অংশ গ্রহণ করেছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

দুপুরে মিছিল জেলার ফোয়ারা মোড়ের কাছে উপস্থিত হতেই দুই দল নিজেদের মধ্যে পারস্পরিক বিবাদে জড়িয়ে পড়ে। শাসক দলের সদস্যদের অভিযোগ গেরুয়া শিবিরের সদস্যেরা মুখ্যমন্ত্রীর নামে কটুক্তি করছিলো । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কু কথা শুনে ঘাস ফুল শিবিরের কর্মীরা যখন বিজেপি দলের সদস্যদের এই কাজ করতে নিষেধ করে । তখনই লাঠিসোঁটা নিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিলের দিকে ধেয়ে আসে গেরুয়া শিবিরের কর্মী এবং সমর্থকেরা।

যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন সেখানে জোর করে অশান্তির আবহ তৈরী করে তৃণমূল কংগ্রেস দল। এদিনের সংঘর্ষে দুই শিবিরের আহত কর্মীদের চিকিৎসার প্রয়োজনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য দুই দলের মারামারির খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ  ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!