এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিকে এক ইঞ্চি জমি না দেওয়ার সিদ্ধান্তে অনড় তৃণমূল এবার নিলো বড়সড় পদক্ষেপ

বিজেপিকে এক ইঞ্চি জমি না দেওয়ার সিদ্ধান্তে অনড় তৃণমূল এবার নিলো বড়সড় পদক্ষেপ

 

যে কোনো নির্বাচনে প্রচারের প্রধান হাতিয়ার হয় দেওয়াল লিখন। সে দিক থেকে যারা শাসকদলের ক্ষমতায় থাকে তারাই দেওয়াল দখল করে তাতে নিজেদের দলের প্রচার করে থাকেন। যার ফলে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যায় সেই শাসকবর্গ। তবে বর্তমানে রাজ্য রাজনীতির যা অবস্থা, তাতে সমানে সমানে টক্কর হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির।

নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে মিটিং-মিছিল, প্রায় প্রতি ক্ষেত্রেই একে অপরকে টেক্কা দিতে উদ্যোগী হয়েছে তারা। এই পরিস্থিতিতে এবার বিজেপিকে চাপে রাখতে পৌরসভা নির্বাচনের দামামা না বাজলেও এখন থেকেই দেওয়াল লিখনের জন্য সেই দেওয়াল দখল করতে শুরু করে দিল তৃনমূল কংগ্রেস।

জানা গেছে, আগামী 2020 সালের পৌরসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই সাঁইথিয়ায় দেওয়াল দখল করল তৃণমূল। বস্তুত, সাঁইথিয়া পৌরসভায় মোট 16 টি ওয়ার্ড রয়েছে। জানা গেছে, প্রত্যেকটি ওয়ার্ডে 500 টি করে দেওয়াল দখল করেছে শাসক দল। ইতিমধ্যেই দিদিকে বলো কর্মসূচি থেকে শুরু করে প্রশান্ত কিশোরের ফর্মুলা অনুযায়ী একাধিক কর্মসূচি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তবে প্রচারের ক্ষেত্রে মূল অ্যাডভান্টেজ যে দেওয়াল লিখন, সেই দেওয়াল যাতে বিজেপি দখল করে না পারে, তার জন্য আগামী দুই বছরের দেওয়াল দখল করে রাখল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি বিজেপির সংগঠন বৃদ্ধি পাচ্ছে! আর তাতেই আতঙ্কিত হয়ে চাপে পড়ে দেওয়াল দখল করতে হচ্ছে তৃণমূলকে? এদিন এই প্রসঙ্গে সাঁইথিয়া শহর তৃণমূল সভাপতি পিনাকীলাল দত্ত বলেন, “আগামী বছরের এপ্রিল-মে মাসে পৌরসভা ভোট হতে পারে। এই নিয়ে সবুজসংকেত পাওয়া গিয়েছে। তাছাড়া 2021 সালে বিধানসভা ভোট রয়েছে। তার পরপর দু বছরের জন্য আগাম দেওয়াল দখলের কাজ করা হয়েছে।

বর্তমানে সাঁইথিয়াতে বিরোধীদের কোনো চিহ্ন নেই। যারা বিজেপিতে গিয়েছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আবার তৃণমূলে ফিরে এসেছেন। বিজেপিতে নিজেদের নির্বাচন নিয়ে বিক্ষোভের ঘটনা ঘটছে। তাই মানুষ তৃণমূলের প্রতিই আস্থা রেখেছে।” তবে তৃণমূলের দেওয়াল দখলের ব্যাপারে অতিসক্রিয়তাকে তাদের পাল্টা কটাক্ষ করছে গেরুয়া শিবির।

এদিন এই প্রসঙ্গে সাঁইথিয়া শহর বিজেপির সভাপতি মুকুল রায় বলেন, “সাংগঠনিক নির্বাচনের জন্য আমাদের কিছুটা দেরি হয়েছে। তবে আমরাও দু-একদিনের মধ্যে দেওয়াল দখল করতে ময়দানে নামছি। ইতিমধ্যেই সেই ব্যাপারে দলীয় বৈঠক করা হয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত দুই পক্ষই। তাই দেওয়াল দখলে তৃণমূল নামার সাথে সাথেই বিজেপির গলাতেও শোনা গেল একই সুর। তবে নির্বাচনের প্রস্তুতির জন্য দেওয়াল দখল সাময়িক ব্যাপার হলেও, যার জন্য এত কিছু সেই পৌরসভা এবং বিধানসভা কারা দখল করে! সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!