এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের অন্তিম সময় এসে গেছে, তাই রামনাম করছে, তীব্র আক্রমন বিজেপি নেতার

তৃণমূলের অন্তিম সময় এসে গেছে, তাই রামনাম করছে, তীব্র আক্রমন বিজেপি নেতার

“অন্তিম যাত্রাকালে রাম নাম করে। তৃণমূল কংগ্রেসের সেই অন্তিমকাল এসে গিয়েছে। এভাবেই রাম নাম করতে করতে অন্তিমযাত্রার দিকে এগিয়ে যাবে। তৃণমূল অন্তিমযাত্রায় এগিয়ে গেলে এই রাজ্যের উন্নতি হবে” এদিন হুগলির চুঁচুড়ায় রামনবমী অনুষ্ঠানে তৃণমূলকে কটাক্ষ করে এমনটাই বলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন এই মিছিল শুরু হয় কাপাসডাঙ্গা থেকে এবং সমগ্র চুঁচুড়া পরিদর্শন করে শরৎ সরণি মোড়ে শেষ হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে রাহুল বাবু বলেন, “এটা আমাদের বড় সাফল্যে মমতা বেগমের মুখে রাম নাম করাতে পেড়েছি। গত বছরে তৃণমূল যা করেছিল যেন মোঘল জামানায় রয়েছি। রামনবমী পালন করা যাবে না। এক বছরের মধ্যেই সেই রাম বিরোধীরা রাম নাম করতে শুরু করেছে। এটাই হিন্দুত্বের বড় জয়।” এদিন মিছিলে যোগদানকারীরা অস্ত্র সমেত মিছিল করাতে প্রাথমিক ভাবে পুলিশ বাঁধা দিলেও বিক্ষোভের মুখে পরে পুলিশ অস্ত্র ফেরত দেয় বলে বিজেপি সূত্রের খবর। এই প্রসঙ্গে এদিন রাহুল বাবু বলেন, “ধর্মীর রেওয়াজ মেনেই অস্ত্র নিয়ে মিছিল করা হয়েছে। মহরমের মিছিলেও তো অস্ত্র থাকে। তখন তো কোনও প্রশ্ন তোলা হয় না!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!