এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ কারণ দলীয় পতাকা, শোরগোল রাজ্যে !

তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ কারণ দলীয় পতাকা, শোরগোল রাজ্যে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কোনো স্বাধীন গণতন্ত্রে যেকোনো রাজনৈতিক দলের প্রতি অপর রাজনৈতিক দলের শ্রদ্ধা রাখাটা নৈতিক কর্তব্য বলেই বিবেচনা করে থাকেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে অন্য দলের রাজনৈতিক চিন্তাধারা, কাজকর্ম, সর্বোপরি সেই দলের রাজনৈতিক চিহ্ন বা দলীয় পতাকাকে সম্মান করা যেকোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কর্তব্য বলে মনে করেন কূটনৈতিকরা।

তাই নির্বাচন হোক বা যেকোন বিরোধী, সেখানে অপরের দলীয় পতাকাকে সম্মান করাটা প্রয়োজনীয় বলেই মনে করা হয়। তবে বর্তমানে সেই জায়গাতে এসে তৃণমূল এবং বিজিপির মধ্যে সংঘর্ষ বাঁধতে দেখা গেছে। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। আর সেখানেই নীতীশ কুমারের থেকে অনেকটাই এগিয়ে থাকতে দেখা গেছে বিজেপিকে।

এমন পরিস্থিতিতে এর প্রভাব যে রাজ্যে পড়বে না সেটা বলাই বাহুল্য। বস্তুত, প্রথমে রাজ্যে অমিত শাহের সফর এবং বিহারের জয় বিজেপির মনোবল যে কয়েকগুণ বৃদ্ধি করেছে, সেটা বলাই বাহুল্য। আর এমন পরিস্থিতিতে রাজ্যের তৃণমূল বিজেপির মধ্যে দলীয় পতাকা নিয়ে আবারও সংঘর্ষ হতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে বরোজ অঞ্চলের মূলদা এবং পাঁউশি বুথে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বরোজ অঞ্চলের মূলদা এবং পাঁউশি বুথে পতাকা টাঙাতে গিয়েছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় ২০-২৫ টি মোটরবাইক নিয়ে তৃণমূলের একটি দল ওই এলাকায় শাসকদলের পতাকা টাঙাতে চায় বলে দাবি করে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হতে দেখা যায়।

তবে সেটা শুধু মুখের কথায় থেমে থাকেনি, পরে দু’ দলের কর্মীরাই হাতাহাতিতে জড়িয়ে যান বলে জানা যায়। এই প্রসঙ্গে এলাকার এক বিজেপি নেতা প্রশান্ত পন্ডা জানিয়েছেন, ‘‘তৃণমূল দুষ্কৃতীরা দলীয় পতাকা ছিড়ে দেয় এবং তাতে আগুনও দিয়েছে। স্থানীয়েরা এর প্রতিরোধ করলে তৃণমূল দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।’’

সেইসঙ্গে তৃণমূল থেকে আবার তাদের দলীয় কর্মীদের অপহরণের অভিযোগ উঠেছে বলেও জানা গেছে। এলাকার ব্লক তৃণমূল সভাপতি মানব পড়ুয়া এদিন জানান, ‘‘বিজেপি কর্মীরা বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই এলাকা দখল নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় জোর করে পতাকা লাগাচ্ছিলেন। আর তার প্রতিবাদ করতে গিয়েই আমাদের দলের তিনজন কর্মীকে তুলে নিয়ে গিয়েছে ওরা। এখনও তাঁদের খোঁজ নেই।”

তবে এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি। তবে ওই কথার উত্তরে কোনও আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই জানা গেছে। তবে এই ঘটনার পর খবর পেয়ে সেখানে ভুপতিনগর থানার বিরাট পুলিশ বাহিনী গিয়েছিল বলে জানা গেছে। সেখান থেকে তারা কয়েকজনকে আটক করেও থানায় নিয়ে গেছে বলে জানা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!