এখন পড়ছেন
হোম > রাজ্য > হাওড়া-হুগলি > তৃনমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হুগলি! তৃণমূলের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ

তৃনমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হুগলি! তৃণমূলের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ


লকডাউনের মধ্যেও রাজনৈতিক সংঘর্ষ কমছে না বাংলায়। এবার বাড়ির রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল হুগলির হরিপাল থানার খামারচন্ডী এলাকা। শাসকদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে এদিন এলাকায় হামলা চালানো হয়েছে। যে হামলায় আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙ্গুল ভেঙে গিয়েছে।

শুধু তাই নয়, দু’পক্ষের সংঘর্ষে ইটের আঘাতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সুমিত সরকার বলেন, “পারিবারিক একটি গণ্ডগোলকে কেন্দ্র করে আরামবাগের বিজেপি নেতা বিমান ঘোষের নেতৃত্বে হরিপাল এলাকার পার্টি অফিস ভাঙচুর চালানো হয় এবং আমাকে মেরে আঙ্গুল ভেঙে দেওয়া হয়।” যদিও বা বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, “ওই এলাকায় বিজেপির এক কর্মীকে নির্যাতন করা হচ্ছিল। তাই আমরা এলাকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে আমাদের ওপর হামলা চালানো হয়। থানার সামনে বিজেপি কর্মীদের ইট ছুড়ে মারা হয়। পুলিশ কর্মীরাও তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচনের পর বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপির মধ্যেকার বিবাদ চরমে উঠেছে। তবে সাম্প্রতিক সময়কালে করোনা ভাইরাসের দাপটের জন্য সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকায় সেভাবে এরকম কোনো খবর আসছিল না। কিন্তু এবার তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠল, তাতে ভারতীয় জনতা পার্টি এখানে অনেকটাই চাপে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের অভিযোগ তুলে যেভাবে গোটা ঘটনাকে নস্যাৎ করে দিল বিজেপি, তাতে তৃণমূলের তোলা অভিযোগ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। সব মিলিয়ে এবার লকডাউন এর মধ্যে তৃণমূল-বিজেপি রণক্ষেত্রে তৃণমূলের কার্যালয় ভেঙে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!