এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দলীয় ঝান্ডা টাঙানো নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত ক্যানিং

দলীয় ঝান্ডা টাঙানো নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত ক্যানিং

লোকসভা নির্বাচনের দামামা বাজার পর থেকেই রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে প্রবল অশান্তি হতে পারে এই আশঙ্কায় কমিশনের কাছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার জন্য আর্জি জানিয়েছিল বিরোধীরা। সেইমতো যত দফা এগিয়েছে, ততই যেমন বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে, ঠিক তেমনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরবর্তী দফাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করার কথা শোনা গেছে।

ইতিমধ্যেই ষষ্ঠ দফার নির্বাচন শেষ করে সপ্তম তথা শেষ দফার নির্বাচনে দাঁড়িয়ে গোটা দেশ। আজ রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং বেশ কয়েকটি বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এরই মাঝে গত শুক্রবার দলীয় ঝান্ডা টাঙানো নিয়ে শাসক বনাম বিরোধী দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিংয়ের গোলাবাড়ির বৈকন্ঠপুর এলাকা।

জানা গেছে, শুক্রবার রাতে তৃণমূল ও বিজেপি দুই দলের তরফেই তাদের দলীয় কর্মীরা পতাকা টাঙানোর কাজ করছিলেন। আর সেই সময়ই একে অন্যকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকে বলে অভিযোগ ওঠে। আর এই ঘটনার পরই দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়। যে সংঘর্ষের ঘটনায় তৃণমূল কর্মী পান্না নস্করের মাথা ফাটে এবং বিজেপি কর্মী যাদব মন্ডল জখম হন। আর এই ঘটনার পরই একে অপরকে উদ্দেশ্য করে অভিযোগের সুর চওড়া করতে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে ক্যানিংয়ের গোপালপুর এলাকার বিজেপির মন্ডল সভাপতি ভাগীরথ নস্কর বলেন, “আমাদের কর্মীরা এলাকায় বসেছিলেন। সেই সময় তৃণমূলের লোকজন এসে তাদের ওপর চড়াও হয়ে তাদের ব্যাপক মারধর করে। আমাদের বেশ কয়েকজন জখম হয়েছেন।”

অন্যদিকে পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে ক্যানিং 1 ব্লক তৃণমূল সভাপতি শৈবাল লাহিড়ী বলেন, “এলাকায় আমাদের কর্মীরা দলীয় ঝান্ডা লাগাচ্ছিলেন। বিজেপি আমাদের উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকে। তারপর আমাদের কর্মীরা প্রতিবাদ করলেই ওরা চড়াও হয়ে মারধর করে।”

এদিকে বৃহস্পতিবার রাতে বিজেপি-তৃণমূল বচসাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় বাসন্তীর ঝড়খালির বালিখাল এলাকায়। তাদের বেশ কয়েকজন কর্মী এই ঘটনায় আহত হয়েছেন এই অভিযোগ করে শুক্রবার রাতে ঝড়খালির কোস্টাল থানায় বিজেপির পক্ষ থেকে একটি অভিযোগও জানানো হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকেও এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এবার দলীয় ঝান্ডা টাঙানো নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষে তীব্র উত্তেজনার সৃষ্টি হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!