এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভায় অধিবেশন চলাকালীন “জয় শ্রীরাম” বলে উঠলেন কংগ্রেস বিধায়ক, সাবধান করলেন মান্নান

বিধানসভায় অধিবেশন চলাকালীন “জয় শ্রীরাম” বলে উঠলেন কংগ্রেস বিধায়ক, সাবধান করলেন মান্নান

লোকসভা নির্বাচনের পর থেকেই জয় শ্রীরাম স্লোগান নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূল নেত্রী থেকে শুরু করে তৃণমূলের হেভিওয়েট নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিজেপি জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় বিভিন্ন জায়গাতেই উত্তেজনা ছড়ায়। এমনকি কিছুদিন আগে সংসদের শপথ গ্রহণে বাংলার বিজেপি সাংসদদের শপথবাক্য পাঠ শেষে সেই জয় শ্রীরাম স্লোগান শুনতে পাওয়া যায়।

আর এবার রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন সেই জয় শ্রীরাম শ্লোগান ওঠায় তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ল। প্রসঙ্গত, প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল এবং কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন দুলাল বর। তবে দল বদলালেও খাতায়-কলমে এখনো তিনি কংগ্রেসেরই বিধায়ক রয়েছেন।

আর এবার রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন বাগদার বিধায়ক দুলাল বর জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় তীব্র ভৎসনা করলেন বিধানসভার কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

সূত্রের খবর, এদিন দুলাল বর জয় শ্রী রাম স্লোগান দেওয়ার সাথে সাথেই কংগ্রেসের আব্দুল মান্নান তার ওপর প্রবল ভাবে ক্ষেপে যান। আর এরপরই দুলাল বরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এরকম করলে তোকে আর কংগ্রেসের ঘরে ঢুকতে দেবো না।” বস্তুত, দল বদলালেও এখনও খাতায়-কলমে কংগ্রেসের বিধায়ক থাকা বিজেপির দুলাল বর কংগ্রেসের পরিষদীয় দলের ঘরেই বসেন।

আর তাই এদিন তিনি জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় তাকে কার্যত ভৎসনা করে চাপে রাখার চেষ্টা করলেন কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। পরে অবশ্য গোটা পরিস্থিতি ঠিক হয়ে গিয়েছে বলেই জানা গেছে। সব মিলিয়ে এবার রাজ্য বিধানসভাতেও জয় শ্রীরাম স্লোগানে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!