এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘লাশ গোনার জন্য যেন তৈরি থাকে’, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, জেনে নিন কারণ

‘লাশ গোনার জন্য যেন তৈরি থাকে’, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, জেনে নিন কারণ


শনিবার আমফান বিপর্যস্ত এলাকা পরিদর্শনের জন্য বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু গরিয়ার কাছে ঢালাই ব্রিজের সামনে তাঁর গাড়ি আটকায় পুলিশ। শুরু হয় বিজেপি কর্মীদের সঙ্গে উর্দিধারীদের ধস্তাধস্তি। পাল্টা আক্রমণ তৃণমূলের। চরমে পৌঁছায় উত্তেজনা। মাথা ফেটে যায় এক বিজেপি কর্মীর। ‘এভাবে রাজনীতি করলে, লাশ গোনার জন্য যেন তৈরি থাকে’, হুঁশিয়ারি দিলীপ ঘোষের।

শনিবার আমফান বিপর্যস্ত এলাকা পরিদর্শনের করতে যাওয়ার সময় বাধার মুখে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাটুলিতে তাঁকে আটকে দে রাজ্যের পুলিশ। ঢালাই ব্রিজের কাছে ব্যারিকেডের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তাঁর গাড়ি। এদিকে পুলিশি বাধা পেয়ে ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি। প্রতিবাদে ক্যানিং রোড অবরোধ বিজেপি করে বিজেপি কর্মীরা।

তাঁকে এই নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান যে,”পাশের লেন দিয়ে গাড়ি যাচ্ছে ওখানে কোনো নাকা চেকিং নেই, আমি যে লেন দিয়ে যাচ্ছি সেখানেই চেকিং হচ্ছে। কিসের চাকিং জানি না। কেন এভাবে আটকানো হলো জানিনা, আমাকে আটকে কি লাভ হলো। ১০০০ কোটি টাকা পেয়ে মমতা ব্যানার্জীর গায়ে বোধ হয় জোর হয়েছে, বিজেপিকে আটকাচ্ছে, আমি বের হলেও কেন টিয়ার গ্যাস, দাঙ্গা পুলিশের প্রয়োজন হয় বুঝি না। কোনো রাজনৈতিক কাজকর্ম করতে যাচ্ছি না। আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছিলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেও তিনি অপেক্ষা করছিলেন. কিন্তু প্রায় আড়াইঘন্টা হয়ে যাওয়ার ওপরেও তাঁকে যেতে দেওয়ায় হয়নি। অভিযোগ, আড়াই ঘন্টা আটকে রাখা হয় দিলীপ ঘোষকে আর এই নিয়ে বারুইপুর রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। তারপরই বিজেপি কর্মীরদের উপর মারধর করা হয়। তৃণমূলের লোকেরা নাকি এমনটা করেছে বলে দাবি করেন দিলীপবাবু। অন্যদিকে অভিযোগ উঠেছে প্রথমে কথাকাটাকাটি তারপর ধস্তাধ্বস্তি আর তারপর বিজেপি কর্মীদের উপর আবাদে পুলিশ লাঠি চালায়। ছাড় পাননি মহিলারাও। এদিকে কয়েকজন বিজেপি কর্মীর মাথাও ফেটে যায়। পরিস্থিতি উত্তাল। এমন পরিস্থিতিতে ফিরে যান দিলীপবাবু।

দিলীপবাবু এদিন বলেন, আমাকে যেতে দেওয়া হলো না, আটকানো হলো তবে আমি কোনো রাজনৈতিক কার্যক্রম এর জন্য যায়নি। শুধু মানুষজনকে দেখতে গিয়েছিলাম, তা দেওয়াটা হলো। বার বার মুখ্যমন্ত্রী বলছেন রাজনীতি করবেন না অথচ তিনিই রাজনীতি করছেন। আমরা এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে সব জানাবো।

আর এদিকে তাঁর দলের কর্মীর মাথা ফাটা নিয়ে তৃণমূলকে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেন যে ‘এভাবে রাজনীতি করলে, লাশ গোনার জন্য যেন তৈরি থাকে’, । আর এই মন্তব্য নিয়ে শুরু ফের বিতর্ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!