এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অভিষেক, দিলীপ, সৌমিত্রর ত্রিমুখী ব্যক্তিগত আক্রমণের রেশ এবার পৌঁছাচ্ছে আদালতের দোরগোড়ায়

অভিষেক, দিলীপ, সৌমিত্রর ত্রিমুখী ব্যক্তিগত আক্রমণের রেশ এবার পৌঁছাচ্ছে আদালতের দোরগোড়ায়


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নেপথ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। আর তার আগে একদিকে রাজ্যের শাসনভার অটুট রাখা আর অন্যদিকে শাসনভার ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নেমেছে রাজনৈতিক দলগুলি। যদিও এর মধ্যে অন্যতম বিরোধী দল হিসেবে সামনে এসেছে তৃণমূল আর বিজেপির নাম।

এর আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের বিরুদ্ধে একাধিবার কটাক্ষ করতে দেখা গিয়েছিল বিজেপি নেতা মন্ত্রীদের। অন্যদিকে তাদের পাল্টা শোনাতে ছাড়েনি তৃণমূলও। তবে এবার সেখানে সেই দ্বন্দ্বের রেশ কোর্ট পর্যন্ত পৌঁচেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বস্তুত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় সম্ভবত এই ঘটনার সূত্রপাত হয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিন ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে এসে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ‘‘ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, ডাকাত, কয়লা মাফিয়া। যুবকদের চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন।’’ শুধু তাই নয়, এদিন তিনি সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে ‘‘অভিষেককে বলুন, আমার বিরুদ্ধে কেস করতে, আমি রাস্তায় বুঝে নেব।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, ইতিমধ্যেই সৌমিত্রবাবুর এই মন্তব্যের নিন্দা করে পুলিশে অভিযোগ জানানো হয়েছে কোচবিহারে জেলা যুব তৃণমূলের তরফে। এদিন এই ঘটনার পর সংগঠনের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, সৌমিত্রবাবু যে ধরনের মন্তব্য করেছেন, তা কোচবিহারের সংস্কৃতির সঙ্গে বেমানান। তাই তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা করছেন। সেইসঙ্গে সৌমিত্রবাবুর বিরুদ্ধে কোচবিহার কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তাঁর নাম করে কেউ কথা বলতে পারেন না। তাই ‘ভাইপো’ বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, সেখান থেকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ বলেও কটাক্ষ করতে দেখা গিয়েছিল তাঁকে। আর সেই কথার প্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি অভিষেককে আইনি নোটিস পাঠিয়েছেন বলেও জানা গিয়েছিল।

অন্যদিকে, তিনিও জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির কাছ থেকে উপযুক্ত জবাব না পেলে তিনি সেই লড়াই আদালত পর্যন্ত নিয়ে যাবেন। তবে সেই ঝামেলা মিটতে না মিটতেই আবারও সেই একই বিতর্কে জড়িয়ে পড়তে দেখা গেছে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে। সোমবার কোচবিহারে প্রাতঃভ্রমণে বেরিয়ে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি যে মন্তব্য করেছেন তাই নিয়ে এই ঝামেলার সূত্রপাত বলে জানা যায়।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!