এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পদাধিকারী তৃণমূল নেতার ভাই বিজেপিতে, জোর শোরগোল তৃণমূলের অন্দরে!

পদাধিকারী তৃণমূল নেতার ভাই বিজেপিতে, জোর শোরগোল তৃণমূলের অন্দরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজনীতিতে পরিবার বড় গুরুত্বপূর্ণ বিষয়। এক পরিবারের এক নেতা যদি শাসক দলের সঙ্গে যুক্ত হন এবং আরেক নেতা যদি বিরোধীদলে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই পরিবারে যেমন ফাটল ধরে, ঠিক তেমনই জনসাধারণের মনে তৈরি হয় প্রশ্ন। কিভাবে এক পরিবার থেকে দুই সদস্য দুই পৃথক রাজনৈতিক দল করছেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন চিহ্ন দেখা দেয়।

বর্তমানে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দল চেষ্টা করছে, একে অপরের ঘর ভাঙার। আর এবার হেভিওয়েট তৃণমূল নেতার ভাই বিজেপিতে যোগদানের পরে রীতিমত অস্বস্তিতে পড়ল শাসক দল। জানা গেছে, ব্যবসায়ী রঞ্জন মন্ডলের ভাই জ্ঞানাঞ্জন মন্ডল চন্দ্রকোনা রোড ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। কিন্তু এই জ্ঞানাঞ্জন বাবু তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর অনুগামী।

অন্যদিকে তার উল্টো দিকে রয়েছেন জেলা সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। সোমবার জ্ঞানাঞ্জনবাবুর দাদা বিজেপিতে যোগদান করতে না করতেই তৈরি হয় তীব্র টানাপোড়েন। এদিকে তৃণমূল নেতার দাদা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার সাথে সাথেই তৃণমূল নেতার বিরোধী গোষ্ঠীর লোকেরা তাকে কটাক্ষ করে নানা মন্তব্য করতে শুরু করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখেন, “বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আগেভাগেই দাদাকে সেই দলে পাঠিয়ে মনে হচ্ছে নিজের পথ পরিষ্কার করে রাখলেন কর্মাধ্যক্ষ।” অর্থাৎ জ্ঞানাঞ্জনবাবুর বিরোধী গোষ্ঠী তার দাদার বিজেপিতে যোগদানের পিছনে জ্ঞানাঞ্জনবাবুর ভবিষ্যতে বিজেপিতে যোগদানের ঘটনাকেই বেশি করে তুলতে শুরু করেছে। এদিকে বিরোধী গোষ্ঠীর তরফ থেকে এই রকম মন্তব্য আসার পরে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন জ্ঞানাঞ্জন মন্ডল। ইতিমধ্যে তিনিও এই নিয়ে মিডিয়ায় মুখ খুলেছেন।

এদিন তিনি লেখেন, “দলের অংশগ্রহণের সুযোগ নিয়ে বিজেপি তোমরা আমার পরিবারের দাঙ্গা বাঁধিয়েছ। মনে রেখ, তোমাদের দাঙ্গাবাজ রাজনীতির বিরুদ্ধে আমার লড়াই থামবে না।” তবে প্রথমে এই পোস্ট করলেও, পরবর্তীতে সেই পোস্ট তুলে নিতে দেখা গেছে জ্ঞানাঞ্জন মন্ডলকে। কিন্তু কেন তিনি হঠাৎ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন?

এদিন এই প্রসঙ্গে জ্ঞানাঞ্জনবাবুর দাদা রঞ্জন মন্ডল বলেন, “আমি একসময় বিজেপি করতাম। সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে সবার সাথে আমিও তৃণমূলে যোগ দিই। কিন্তু এখন তৃণমূলের একাংশ নেতৃত্বের কার্যকলাপে বিজেপিতে ফিরে এলাম।” তবে এই ব্যাপারে জ্ঞানাঞ্জনবাবুর অবশ্য পাল্টা দাবি, তার দাদা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে কি দলে গোষ্ঠী কোন্দলের কারণেই জ্ঞানাঞ্জনবাবুর দাদা বিজেপিতে যোগ দিলেন? আর তার দাদা বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই বিরোধী গোষ্ঠির লোকেরা তাকে কটাক্ষ করতে শুরু করেছেন?

এদিন এই প্রসঙ্গে ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি রাজীব ঘোষকে জিজ্ঞাসা করা হলেও তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে তৃণমূল নেতৃত্ব এই ব্যাপারে যে কথাই বলুন না কেন, হেভিওয়েট তৃণমূল নেতার দাদা বিজেপিতে যোগদানের সাথে সাথেই তৃণমূলের অন্দরমহলে যে ঝড় উঠতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!