এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ধুমধাম করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হলেও, এবার দলেই কোনঠাসা এই হেভিওয়েট?

ধুমধাম করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হলেও, এবার দলেই কোনঠাসা এই হেভিওয়েট?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপি নিজেদের সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল বলে অভিহিত করলেও, গুরুত্বপূর্ণ বিষয়ে তারা যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশ মেনে চলে, তা প্রায় প্রত্যেকেই জানেন। এক্ষেত্রে বিজেপির নীতিনির্ধারকের ভূমিকায় থাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর এবার সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কোপের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

যেহেতু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন এই মঞ্চ, আর তারা যেহেতু বিজেপি সাংসদের বিরুদ্ধে সরব হয়েছেন, তাতে দলের অন্দরেও এখন অর্জুনবাবু কার্যত কোণঠাসা হয়ে যাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন হঠাৎ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এত ক্ষুব্ধ অর্জুনবাবুর উপরে? জানা গেছে, কিছুদিন আগেই মসজিদ থেকে মাইকে আজান দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই বিজেপি সাংসদ।

আর তার প্রেক্ষিতেই এবার অর্জুনবাবুর বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। পাশাপাশি গোটা ঘটনায় তারা অর্জুন সিংহের বিরুদ্ধে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছে অভিযোগ জানাবেন বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে। জানা গেছে, গত মার্চ মাসে যখন লকডাউন শুরু হয়, তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ধর্ম নিয়ে যাতে কেউ রাজনীতি না করে, তার জন্য বিধিনিষেধ জারি করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এরপরেও বিজেপি সাংসদ অর্জুন সিংহ সেই নির্দেশ না মেনে আজানের মাইক বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর এই গোটা ঘটনায় রীতিমত ক্ষুব্ধ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। এদিন এই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপির সাংসদের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্বপ্রাপ্ত নেতা আলি আফজাল চাঁদ।

এদিন তিনি বলেন, “এখন খুব কঠিন পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সব ধর্মের সমস্ত জাতীয়তাবাদী মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করছি। তার মধ্যে দলের সঙ্গে কোনো আলোচনা না করে অর্জুন সিং কিভাবে এই মামলা করলেন, তা আমাদের বোধগম্য হচ্ছে না। কোনো ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে এভাবে সরাসরি কোনো সাংসদ মামলা করতে পারেন না। তা জানা সত্ত্বেও তিনি এই মামলা করেছেন। অবিলম্বে যদি তিনি এই মামলা প্রত্যাহার না করেন, তাহলে আমরা ওনার নামে পাল্টা মামলা করব। আমরা এই ঘটনা কোনোভাবেই মানব না।”

আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন যেভাবে বিজেপি সাংসদের বিরুদ্ধে সরব হল, তাতে অর্জুন সিংহ এবার দলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়তে পারেন বলে মনে করছে একাংশ। আর যদি তাই হয়, তাহলে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!