বোমা ফেটে আহত নেতার বাড়ি থেকেই উদ্ধার তাজা বোমা, চক্রান্ত দেখছে বিজেপি রাজ্য May 9, 2018 সোমবার রাতে কোচবিহারের পাতলাখাওয়ায় সাগর দাস নামক জনৈক বিজেপি নেতা বোমা ফেটে জখম হন। সেই নেতার বাড়ি থেকেই মঙ্গলবার উদ্ধার হলো তাজা বোমা। স্বভাবতই এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে গোটা জেলায়। অবশ্য এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিদের ছোড়া বোমায় আহত হয়েছে সাগর দাস। এই ঘটনায় সাগরবাবুর ১২ বছরের মেয়ে রাখি ও ২৪ বছরের ছেলে স্মরজিত্ও আহত হয়। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত আরেক বিজেপি নেতা কৌশিক অধিকারীও আহত হন বলে জানা গেছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এদিনের ঘটনা প্রকাশ্যে আসার অল্প সময়ের মধ্যেই তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ফেসবুক পোস্ট মারফত বললেন ,” বোমা বানানোর সময় সাগর দাসের বাড়িতে বিস্ফোরণ হয়। তার জেরেই চারজন আহত হয়েছেন।” আশ্চর্যজনকভাবেই রাজ্যের শাসকদলের মন্ত্রীর করা এই মন্তব্যের পরদিন সাগর দাসের বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার করা হয়। সেই বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড নিয়োগ করা হয়। যদিও এদিনের ঘটনার কথা বিজেপির তরফ থেকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছে। উলটে দলের কোচবিহার জেলা সভাপতি নিখিলরঞ্জন দে বললেন ” তৃণমূল কংগ্রেসের কথামতোই পুলিশের একটি অংশ কাজ করছে এবং ষড়যন্ত্র করে বিজেপিকে ফাঁসানো হচ্ছে।” আপনার মতামত জানান -