এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলকে হারাতে এবার বাম ও কংগ্রেসের সঙ্গে বৃহত্তর জোট চান বিজেপি শীর্ষনেতা

তৃণমূলকে হারাতে এবার বাম ও কংগ্রেসের সঙ্গে বৃহত্তর জোট চান বিজেপি শীর্ষনেতা

মমতা বন্দ্যোপাধ্যায় মহাজোট গড়ার দিকে এগিয়ে চলেছেন আর এই নিয়ে কি চিন্তিত বিজেপি। অন্তত তার সুর শোনা গেলো এদিন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার গলায় এমনটাই দাবি রাজনৈতিকমহলের ।রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। ইতিমধ্যে প্রতিটি রাজনৈতিক দলই নিজের নিজের মতো করে রণকৌশল তৈরি করছে। তারই ফাঁকে বিজেপি এই প্রথম রাজ্যে জোট গড়ে তৃণমূলকে হারানোর বার্তা দিলো। আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে বড়সড় জোট গঠনের উদ্যেশ্যে বহরমপুরের বিজেপি জেলা অফিসের এক সাংবাদিক বৈঠকে এদিন বিজেপি শীর্ষনেতা রাহুল সিনহা জানান,”পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে এক হয়ে জোট বাঁধা দরকার। একের বিরুদ্ধে এক এই মনোভাব নিয়ে লড়াই করতে হবে। যে দলের যেখানে শক্তি, সেখানে সেই দল প্রার্থী দেবে। অন্য দল সেই প্রার্থীকে সমর্থন করবে। নির্দল প্রার্থী বলে কিছু হয় না। রাজনৈতিক প্রার্থী হতে হবে। সব দল এক না হলে তৃণমূলকে ঠেকানো যাবে না। মানুষ তৃণমূলের বিরুদ্ধে এমন জোট চান।” তৃণমূলকে ঠেকাতে কংগ্রেস ও সিপিএমকে পাশে চাওয়ার প্রশ্ন উঠলে তিনি স্পষ্ট জানান, “কোন দলের প্রার্থী সেটি বড় কথা নয়। মানুষ তৃণমূলের বিরুদ্ধে একজোট হতে চাইছেন। আমরা মানুষের মতকে গুরুত্ব দিতে চাইছি। তৃণমূল রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে। বিরোধীদের ধরে জেলে ভরছে। একজোট না হলে তৃণমূলের সন্ত্রাস বন্ধ হবে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!