এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল, বিজেপি বা বাম-কং নয়! কুচবিহারের সব সমীকরণ বদলে দিতে এবার কোমর বেঁধে আসরে নতুন দল?

তৃণমূল, বিজেপি বা বাম-কং নয়! কুচবিহারের সব সমীকরণ বদলে দিতে এবার কোমর বেঁধে আসরে নতুন দল?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এবার জোরদার লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর তার মাঝেই দিনহাটা সহ গোটা কোচবিহার জেলায় বংশী বদন বর্মনের নেতৃত্বে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সক্রিয় সদস্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে।

স্বাভাবিকভাবেই এখন গুঞ্জন তৈরি হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে বংশীবদন বর্মনের সংগঠন প্রার্থী দিতে পারে। স্বাভাবিকভাবেই তারা যদি পৃথকভাবে প্রার্থী দেয়, তাহলে কোচবিহার জেলায় রাজনৈতিক সমীকরণ পাল্টে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, ইতিমধ্যেই জেলায় প্রায় এক লক্ষ সদস্য সংগ্রহ করে ফেলেছে এই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। স্বাভাবিকভাবেই আগামী বিধানসভা নির্বাচনে এই গ্রেটার কোচবিহার যদি প্রার্থী দেয়, তাহলে কোচবিহার জেলার রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ার আশঙ্কা করছেন একাংশ।

আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতাকর্মীরা সংগঠনকে মজবুত করতে এক মাস ধরে সদস্য সংগ্রহ অভিযান চালাতে শুরু করেছেন। ইতিমধ্যেই প্রতিদিন জেলায় 8 থেকে 10 টি করে বৈঠক করতে দেখা যাচ্ছে গ্রেটার নেতাদের। নির্বাচনে লড়াই করলে বিধানসভায় যদি নিজেদের প্রতিনিধিদের পাঠানো না যায়, তাহলে সমস্যা তৈরি হতে পারে। আর তাই নিজেদের অস্তিত্ব জানান দিতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে সংগঠনের নেতা বংশী বদন বর্মন বলেন, “কয়েক বছর ধরে সংগঠনের সদস্য সংগ্রহ অভিযান চলছে। এখন সেটা অনেক বেশি গতি পেয়েছে। প্রচুর মানুষ প্রতিদিন আমাদের সক্রিয় সদস্য হওয়ার আবেদন করছেন। তাছাড়া শুধু বিধানসভাই টার্গেট নয়, ভারতচুক্তি যতদিন না কার্যকর হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বাম সরকারের আমলে জেলে বন্দী থাকার সময় 2009 সালের লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এই বংশীবদন বর্মন। সেই সময় তিনি 37 হাজারের বেশি কিছু ভোট পেয়েছিলেন। তবে সেই বংশীবদন বাবু এবার দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে।

পাশাপাশি তার সংগঠনের পক্ষ থেকেও এখন সক্রিয় সদস্য করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই এই পরিস্থিতিতে কোচবিহার জেলায় আগামী বিধানসভা নির্বাচনে সমীকরণ পাল্টে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যদি এই বংশীবদন বর্মনকে তৃণমূল কংগ্রেস নিজেদের দিকে টানতে পারে, তাহলে পরিস্থিতি কিছুটা হলেও শাসকদলের অনুকূলে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কি করেন বংশীবদন বর্মন, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!