এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রী বুঝে গেছেন শেষের দিনের শুরু হয়ে গিয়েছে, জল্পনা বাড়ালেন বিজেপি নেতা

মুখ্যমন্ত্রী বুঝে গেছেন শেষের দিনের শুরু হয়ে গিয়েছে, জল্পনা বাড়ালেন বিজেপি নেতা

বিজেপি বাংলায় আসছে আর সেই স্বপ্নকে প্রতিঠিত করতে তৃণমূলের পাঠান অবশ্যাম্ভাবী আর তাই এবার সেই ভবিষ্যৎবাণীই করলেন তৃণমূল নেতা মুকুল রায়। বুধবার ধর্মতলায় বিজেপির আইন অমান্যের মঞ্চ থেকে মুকুল রায় তাঁর প্রাক্তন দলকে আক্রমণ করলেন। মুকুলবাবু প্রকাশ্য জনসভা থেকে বললেন , “মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গিয়েছেন শেষের দিনের শুরু হয়ে গিয়েছে।বিজেপি যেভাবে বাড়ছে, তাতে তৃণমূল কংগ্রেসের একার পক্ষে সেই অগ্রগতির ধারা আটকানো সম্ভব নয়। তাই শক্তি বাড়াতে অন্যের হাত ধরতে তত্‍পর মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কংগ্রেস এমনকী সিপিএমকেও নানাভাবে টোপ দিয়ে চলেছেন তিনি। বিজেপি বিরোধী জোট করতে ত্ৎপর হচ্ছেন।” এখানেই শেষ নয় কংগ্রেসের অধীর চৌধুরী আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কটাক্ষ করতে ছাড়লেন না। তিনি এদিন বলেন , ”অধীর বলছে প্রেম নেব না, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রেম নিতেই হবে। আদতে কংগ্রেসের হাত ধরে নিজেদের শক্তিশালী করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য।” রাজ্যের তৃণমূল সরকার কে চোর শিরোনামে ভূষিত করে তিনিই বললেন, কেন্দ্রের কাছ থেকে প্রকল্প চুরি করে আমার প্রকল্প বলে চালানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সরকারের আমলে চলছে শুধু পুলিশ-রাজ। তাই এই সরকারের পতন অবশ্যম্ভাবী।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!