এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্রমশ কি বন্ধ হচ্ছে বিজেপি-তৃণমূলের তরজা? মুকুল রায়ের নতুন দল তৈরির তীব্র জল্পনা রাজ্যজুড়ে

ক্রমশ কি বন্ধ হচ্ছে বিজেপি-তৃণমূলের তরজা? মুকুল রায়ের নতুন দল তৈরির তীব্র জল্পনা রাজ্যজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এবার কি সত্যি সত্যিই বিজেপি ছেড়ে নতুন দল গঠন করতে চলেছেন মুকুল রায়? হ্যাঁ, আশ্চর্যের মনে হলেও বঙ্গ রাজনীতিতে এই জল্পনা এখন চূড়ান্ত আকার ধারণ করেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, বিজেপিকে সাফল্য পাওয়ানো, এই সমস্ত কিছু এখন অতীত। এবার বিজেপিও ছাড়তে চলেছেন বঙ্গ বিজেপির চানক্য? সম্প্রতি দিল্লিতে বিজেপির বৈঠক চলছে। কিন্তু সেখানে সামান্য কথা বলেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুকুল রায়। যার পরেই রাজ্য রাজনীতিতে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়তে শুরু করেছে।

অনেকে বলছেন, বিজেপিতে এখন চূড়ান্তভাবে অপমানিত হচ্ছে মুকুলবাবু। দিলীপ ঘোষ এবং তার অনুগামীরা সেভাবে তাকে পাত্তা দিতে নারাজ। তাই এই অবস্থায় তৃণমূল ভাঙিয়ে এনে দলকে সাফল্য পাইয়ে দিলেও যেভাবে তিনি গুরুত্বহীন হয়ে পড়ছেন, তাতে এখন কিছুটা হলেও হতাশ মুকুলবাবু এবং তার অনুগামীরা। এভাবেই যদি চলতে থাকে, তাহলে কীভাবে তিনি বিজেপিতে কাজ করবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে বিশেষ সূত্র মারফত খবর, দিল্লীতে যে বৈঠক চলছে, সেখানে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছিলেন, 190 এর বেশি আসন জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি।

আর দিলীপবাবুর এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছিলেন মুকুল রায় তিনি বলেছিলেন, এটা ভ্রান্ত এবং আকাশ কুসুম কল্পনা। বাংলায় 50 টি আসন পাওয়ার মত জায়গায় নেই ভারতীয় জনতা পার্টি। আর মুকুল রায়ের মুখ থেকে এই কথা শুনেই বিজেপি নেতৃত্ব ইঙ্গিতে মুকুলবাবুকে জানিয়েছেন যে, আপনি এবার আসতে পারেন। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরেই মুকুল রায় দিল্লি ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে মনে করছেন একাংশ। যদিও বা চোখের সমস্যার কারণেই তিনি কলকাতায় ফিরে এসেছেন বলে দাবি করেছেন মুকুল রায়। তবে এই পরিস্থিতিতে এবার বঙ্গ বিজেপি চাণক্য মুকুল রায়ের নয়া পদক্ষেপ নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, অতীতে যখন তিনি তৃণমূল ছাড়বেন মনোভাব দেখা গিয়েছিল, তখন তার নতুন দল গঠনকে কেন্দ্র করে জল্পনা ছড়িয়েছিল‌‌। আর এবার সেই একই জল্পনা ছড়াতে শুরু করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি মুকুল রায় সত্যিই ভারতীয় জনতা পার্টি ছেড়ে নতুন কোনো দল গঠন করেন, তাহলে অনেকটাই চাপে পড়বে গেরুয়া শিবির। কেননা তিনি এখন নতুন দল গঠন করলে তার অনুগামীরা বিজেপি ছাড়তে শুরু করবে।

স্বভাবতই 2021 এর আগে এই গোটা ঘটনা বিজেপির কাছে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। একইভাবে তৃণমূলের যারা বিক্ষুব্ধ রয়েছেন, তারাও মুকুল রায়ের হাত ধরে তার গঠন করা দলে যোগদান করবেন। কেননা এতদিন বিজেপিতে মুকুল রায় যোগদান করার জন্য অনেকে তার সাথ দিতে পারেননি‌। ফলে তিনি যদি পৃথকভাবে নিজের মত করে দল গঠন করেন, তাহলে তৃণমূল এবং বিজেপির দুইদলের নিজের অনুগামী এবং বিক্ষুব্ধদের বঙ্গ রাজনীতিকে কার্যত উত্তাল করে দিতে পারেন মুকুল রায়।

ইতিমধ্যেই মুকুল রায় তাঁর অনুগামীদের সঙ্গেও এই ব্যাপারে যোগাযোগ করতে শুরু করেছেন বলে খবর। তবে অতীতে পৃথক দল গঠন করবেন বলেও যেভাবে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, তাতে এবার পৃথক দল গঠনের জল্পনায় সীলমোহর দেয়, নাকি আবার ফিরে যান তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে, সেদিকেই তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!