এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল-বিজেপি সংঘর্ষে ক্রমশ উত্তপ্ত হচ্ছে দিলীপ গড় ! আহত পুলিশের পাশে হেভিওয়েট তৃণমূল নেতা

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ক্রমশ উত্তপ্ত হচ্ছে দিলীপ গড় ! আহত পুলিশের পাশে হেভিওয়েট তৃণমূল নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: – বঙ্গ রাজনীতিকে শাসক-বিরোধী তরজা ক্রমশ উর্ধ্বমুখী। প্রতিনিয়ত বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ অস্বস্তি বাড়ছে জনসাধারণের। আর এবার তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা দেওয়া নিয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং বিজেপি । যে ঘটনাকে কেন্দ্র করে আক্রান্ত হতে হল স্থানীয় থানার ওসি দেবাংশু ভৌমিককে। যার ফলে এলাকায় আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়লে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন এমন ঘটনা ঘটল?

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2019 সালের লোকসভা ভোটের পরবর্তী সময়ে কালে উত্তপ্ত হতে দেখা যায় ঘাটাল থানার রাণীরবাজার এলাকাকে। জানা যায়, এই এলাকায় বিজেপির অত্যন্ত শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত‌। গত পঞ্চায়েত ভোটে এখান থেকে ভালো ভোটে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই নিজেদের শক্তি বাড়াতে শুরু করে তারা। কিছুদিন আগেই রাণীরবাজার তৃণমূলের পক্ষ থেকে একটি কার্যালয় খোলা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই কার্যালয়ে তালা ঝোলানোর অভিযোগ ওঠে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। আর তাকে কেন্দ্র করেই এদিন রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন এই ঘটনার খবর পেয়ে এলাকা শান্ত করতে উপস্থিত হয় পুলিশ। তবে স্থানীয় থানার ওসি দেবাংশু ভৌমিক এলাকা শান্ত করতে এসে আক্রান্ত হন বলে খবর। যেখানে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কিছু ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ।  রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ তৈরি করলেও, পুলিশের কাজ পুলিশ করতে এসেও যেভাবে আক্রান্তের শিকার হলো্, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। এভাবেই যদি শাসক-বিরোধী সংঘর্ষে বারবার জনসাধারণের ওপর প্রভাব পড়তে শুরু করে এবং আক্রান্ত হন আইনের রক্ষক, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

এদিন আক্রান্ত ওসির সঙ্গে দেখা করেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি‌। তিনি বলেন, “জেলা জুড়ে মাটি যত আলগা হচ্ছে, বিজেপি ততই বেপরোয়া হয়ে উঠছে‌। পার্টি অফিসে তালা মারা, পুলিশকে মারধর ঘাটালের মানুষ মানবেন না। ” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতদিন পুলিশকে তৃণমূল দলদাসে পরিণত করেছে বলে অভিযোগ তুলত ভারতীয় জনতা পার্টি। কিন্তু এবার যেভাবে তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগ উঠল এবং তাতে পুলিশের পাশে গিয়ে দাঁড়ালেন হেভিওয়েট তৃণমূল নেতা, তাতে বিজেপি অনেকটাই চাপে পড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!