এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কুকুর থেকে ছোটলোক! ‘বিদ্রোহী’ শুভেন্দুর গলায় নজিরবিহীন সিঁড়ি ভাঙার আক্রমণ! জল্পনা তৃণমূলেই

কুকুর থেকে ছোটলোক! ‘বিদ্রোহী’ শুভেন্দুর গলায় নজিরবিহীন সিঁড়ি ভাঙার আক্রমণ! জল্পনা তৃণমূলেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তাকে নিয়ে এমনিতেই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এবার দলহীন কর্মসূচিতে গিয়ে নিজের বিদ্রোহী মনোভাবকে স্পষ্ট করে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে নিজের রাজনৈতিক পরিশ্রমের কথা বলে তাচ্ছিল্যের স্বরে তাকে বলতে শোনা গেল, “কুকুর কামড়ালে কুকুরকে কি কেউ কামড়ায়!” কিন্তু হঠাৎ করে এই ধরনের মন্তব্য কেন করলেন শুভেন্দু অধিকারী? বিরোধীদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করলেন, নাকি দলের কোনো ব্যক্তির উদ্দেশ্যে পরোক্ষে তার এই খোঁচা?

বলা বাহুল্য, তৃণমূলে সাংগঠনিক গুরুদায়িত্ব না পাওয়ার পর থেকেই কার্যত দল এবং সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে রাজ্যের পরিবহনমন্ত্রীর। সেভাবে কোনো কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছিল না তাকে উল্টে তার অনুগামীরা দাদার অনুগামী বলে বিভিন্ন কর্মসূচী করলে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমত পরিস্থিতিতে কিছুদিন আগেই সেই রকম একটি কর্মসূচিতে উপস্থিত হয়ে দলেরই একাংশের বিরুদ্ধে লকডাউন এর সময় মানুষের পাশে তারা ছিলেন না বলে সরব হন এই হেভিওয়েট তৃণমূল নেতা। যার পরে সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিকে এই ঘটনার পরেই সেই শুভেন্দুবাবুর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে তিনি বলেন, “রথ বলে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী।” আর আশ্চর্যজনকভাবে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরই এবার মুখ খুলতে দেখা গেল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। যেখানে কয়েকটি শব্দ বের করে কার্যত বিস্ফোরণ ঘটালেন এই হেভিওয়েট তৃণমূল নেতা। সূত্রের খবর, এদিন নাম না করে শুভেন্দু অধিকারী বলেন, “ছোটলোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছে, আমি উত্তর দেব। আমার লেভেলটা ওই নাকি! কুকুর পায়ে কামড়ালে কুকুরকে কি কেউ কামড়ায়!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই রাজ্যের পরিবহনমন্ত্রীর এই মন্তব্য এখন নতুন করে গুঞ্জন তৈরি করেছে। হঠাৎ করে কেন এই ধরনের মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী! কিছুদিন আগে তার একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাহলে কি এই কথা বলে কার্যত ফিরহাদ হাকিমের দিকে অভিযোগের আঙুল তুললেন শুভেন্দুবাবু! একাংশ বলছেন, খেলা প্রায় জমে উঠেছে। শুভেন্দু অধিকারী এবার নাম না করে দলের নেতাদের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। তাহলে কি সত্যি সত্যিই দলের সঙ্গে তার দূরত্ব আরও বাড়ছে!

এদিকে শুধু মন্তব্য করাই নয়, আগামী 10 নভেম্বর শহীদ স্মরণে তিনি নন্দীগ্রামে সভা করবেন বলেও জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। স্বাভাবিক ভাবেই তিনি তৃণমূলের নেতা এবং রাজ্যের মন্ত্রী। কিন্তু সেখানে ব্যক্তিগত উদ্যোগে শুভেন্দু অধিকারী এই সভা করছেন। যা শাসকদলের কাছে অস্বস্তিকর বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, “আমরা চলি সমুখ পানে কে আমাদের রুখবে, রইল যারা পিছুটানে, কাঁদবে তারা কাঁদবে।”

অর্থাৎ “সমুখপানে” বলতে তিনি কোন কথা বলছেন, তা নিয়েও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী “কুকুর” বা “ছোটলোক” এই সমস্ত শব্দ ব্যবহার করে দলের কাউকেই কটাক্ষ করতে চেয়েছেন। সব মিলিয়ে রাজ্যের পরিবহনমন্ত্রীর এহেন বিস্ফোরক মন্তব্য আগামীদিনে তার রাজনৈতিক ভবিষ্যৎকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!