তৃণমূলের ব্যানার ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে রাজ্য January 4, 2018 কুলগাছিয়ার শ্রীরামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লাগানো ব্যানার ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল।অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে।তুলসিবেড়িয়ার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য মোস্তাফা মণ্ডল বলেন,দলের প্রতিষ্ঠা দিবস এবং আসন্ন উপনির্বাচনের উপলক্ষে দলের কর্মী সদস্যরা এলাকায় তৃণমূলের দলীয় পতাকা এবং ব্যানার লাগায়।কিন্তু গত সোমবার বিজেপির কিছু কর্মীরা ব্যানার ছিড়ে দেয় এবং পতাকা খুলে দেয়।তিনি আরও বলেন,যেহেতু বিজেপির নেতৃত্বরা খুব ভালো করেই জানেন আসন্ন নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত তাই তারা ব্যানার এবং পতাকাকে নষ্ট করেছে।অপরপক্ষে এইসকল বিষয়কে অস্বীকার করে বিজেপির গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক জানান,তৃণমূলের গোষ্ঠীকোন্দলের পরিনাম হলো শ্রীরামপুরের ঘটনা।তা লোকবার জন্যই তাদের দিকে তীর ছুড়েছে তৃণমূল।ঘটনায় সমগ্র অঞ্চলে উত্তেজনা ছড়িয়েছে।ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার সকালে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তার তদন্ত শুরু করেছে। আপনার মতামত জানান -