গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালে করোনা পালাবে! তৃণমূল নেতার ‘ভুল বোঝানো’ নিদানে উত্তাল গোটা রাজ্য তৃণমূল বর্ধমান রাজনীতি রাজ্য July 14, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার কি তৃণমূল নেতারা করোনা বিশেষজ্ঞও হয়ে গেলেন। চিকিৎসক থেকে শুরু করে সরকার সকলে বলছে, আরোনাকে আটকাতে গেলে সামাজিক দূরত্ব পালন করা বাধ্যতামূলক। কিন্তু সেখানে তৃণমূলের নেতা বলছেন, যত বেশি গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো যাবে, ততো বেশি করোনা ভাইরাস পালিয়ে যাবে। আর এই ঘটনাতে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। হঠাৎ করে কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন এই তৃণমূল নেতা, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানা গেছে, রবিবার বর্ধমান পৌরসভা এলাকার 6 নম্বর ওয়ার্ডের লোকো বাজারে তৃনমূলের পক্ষ থেকে ত্রান বিলি করা হয়। সেই সময় সেখানে প্রচুর মানুষ জড়ো হন। কিন্তু কোনোরকম সামাজিক দূরত্ব মানা হয়নি। আর এইভাবে করোনা ভাইরাস যখন বৃদ্ধি পাচ্ছে, তখন কেন সামাজিক দূরত্ব না মেনে ত্রাণ বিতরণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আর এরপরই সামাজিক দূরত্ব না মানলেই করোনা ভাইরাস বিদায় নেবে বলে আজব দাবি করেন 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তিনি বলেন, “মানুষের উৎসাহের কাছে করোনা পরাজিত। মানুষের সংস্পর্শে এলে করোনা হয়। কিন্তু সংস্পর্শে এসে দেখা যাচ্ছে, করোনা পালিয়ে গিয়েছে। করোনা যাতে ফেরত না আসে, তার জন্য সাধারণ মানুষ গা ঘেষাঘেষি করে আছেন।” আর তৃণমূল নেতার এই কথা শুনে রীতিমত মাথায় হাত বিশেষজ্ঞদের। শিবশংকরবাবু কি করে জানলেন যে, যত বেশি মানুষ ঘেষাঘেষি করে দাঁড়াবে, তত করোনা ভাইরাস পালিয়ে যাবে! আর এখানেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন ঘুরছে – করোনাভাইরাস নিয়ে যখন চিকিৎসক বিশেষজ্ঞদের একমত, তখন তার সম্পূর্ণ 180 ডিগ্রী ঘুরে তৃণমূল নেতার এহেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কেন? তাহলে কি তিনি চিকিৎসকদের থেকেও বড় বিশেষজ্ঞ হয়ে গেলেন? আর তাই বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না একথা বলতে যে, সামাজিক দূরত্ব না মানলে করোনা ভাইরাস চলে যাবে! বিরোধীদের যুক্তি, এখন রাজ্যের সবথেকে বড় চিকিৎসক হচ্ছেন তৃণমূল নেতারা। মানুষের সংকটকালেও তারা রাজনীতি করা ছাড়তে পারছেন না। তাই তাদের এই কাজ নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, তখন তারা মানুষকে আরও বিপদে ফেলে উল্টো পাল্টা যুক্তি দিতে শুরু করেছেন। অনেকে রসিকতা করে বলছেন, এত ভঙ্গ বঙ্গদেশ, তবু রঙ্গে ভরা। সবাই বলছে, করোনা ভাইরাসকে দূরে সরাতে সামাজিক দূরত্ব পালন করুন। আর সেই সময় তৃণমূল নেতাদের গলায় শোনা যাচ্ছে, গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালে করোনা ভাইরাস নাকি চলে যাবে! তৃণমূল নেতার এহেন ‘ভুল বোঝানোতে’ বড় ক্ষতি হয়ে যেতে পারে সাধারণ মানুষের! তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে কি পদক্ষেপ নেন – সেদিকেই আপাতত তাকিয়ে আমজনতা। আপনার মতামত জানান -