এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া আগ্রাসনে দিশেহারা তৃণমূল নতুন করে বুথ কমিটি সাজিয়ে মানুষের কাছে পৌঁছাতে মরিয়া

গেরুয়া আগ্রাসনে দিশেহারা তৃণমূল নতুন করে বুথ কমিটি সাজিয়ে মানুষের কাছে পৌঁছাতে মরিয়া

 

গত লোকসভা নির্বাচনে তৃণমূলের শক্ত ঘাঁটি উত্তর 24 পরগনার মত জেলাতেও দেখা গিয়েছে গেরুয়া শিবিরের দাপট। ব্যারাকপুর, বনগাঁর লোকসভা কেন্দ্র বিজেপি দখল করে তৃণমূলকে অনেকটাই চাপে ফেলে দিয়েছে। তবে লোকসভায় যাই হোক না কেন, আগামী 2021 এর বিধানসভাকে টার্গেট করে এখন থেকেই নিজেদের ঘর মজবুত করতে উদ্যোগী হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

সূত্রের খবর, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপ্ত এবং সুবিধা না পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিল উত্তর 24 পরগনা জেলার ঘাসফুল শিবির। বুথভিত্তিক এই তালিকার মাধ্যমে পাঁচটি সরকারি প্রকল্পের ওপর তার কাজ করা হবে বলে জানা গেছে। প্রথমে বুথভিত্তিক 11 জনের কমিটি তৈরি হওয়ার পর প্রতিটি বুথের সভাপতিকে সেই খাতা দিয়ে মানুষ সরকারের কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধা এখনও পাননি, তার খোঁজখবর নেবে তৃণমূল নেতৃত্ব।

আর তারপরই সেই প্রকল্পের সুবিধা সেই সব মানুষদের কাছে পৌঁছে দিয়ে নিজেদের জনসমর্থন বাড়ানোর চেষ্টা করবে রাজ্যের শাসক দল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ, রাজ্যে ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেও, নীচুতলায় সেই উন্নয়ন যে পৌঁছয়নি, তা পরোতে পরোতে উপলব্ধি করেছেন অনেকেই। আর তার ফলেই উন্নয়নের ক্ষেত্রে কাটমানি নেওয়া সহ নানা দুর্নীতির জন্য মানুষ এবারের লোকসভায় তৃণমূলকে সমর্থন করেননি।

তবে উন্নয়নে যাতে কোনো বাঁধা না আসে, তার জন্যই সভাপতিদের দিয়ে সমীক্ষা করিয়ে প্রকৃত রিপোর্ট নিতে চাইছে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। এর ফলে দলের সাংগঠনিক শ্রীবৃদ্ধি যেমন হবে, ঠিক তেমনই সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছে যাওয়া যাবে বলে মত ঘাসফুল শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, বুথস্তর পর্যন্ত সক্রিয় সংগঠন তৈরি করতেও এবার উদ্যোগী হচ্ছে তৃণমূল। যেখানে প্রতিটি বুথে একজন করে সভাপতি এবং বুথ এজেন্টদের নিয়ে তিনজনের কমিটি তৈরি করা হবে। যে কমিটি প্রত্যেক বুথে 11 জনের বুথ কমিটি তৈরি করবে। 15 দিন বাদে বাদে সেই বুথ কমিটি তাদের মিটিং করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

বিশ্লেষকরা বলছেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর। দলকে সাফল্যের মুখ পাইয়ে দিতে প্রশান্ত কিশোর বুথস্তরের সংগঠনের উপর সবথেকে বেশি জোড় দিতে বলেছেন। তাই সেদিক থেকে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব এবার সেই একদম নিচুতলার সংগঠনকে শক্তিশালী করে, সাধারণ মানুষের উন্নয়ন যাতে আরও বেশি করে ঘটানো যায়, তার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে।

অনেকে বলছেন, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রচুর উন্নয়ন করেছে। তবে সেই উন্নয়ন নিচুতলার মানুষদের কাছে পৌঁছনোর আগেই, তা তৃণমূলের নেতাদের করায়ত্ত হয়েছে। যার ফলে সাধারণ মানুষকে উন্নয়ন পেতে হলে কাটমানি দিয়ে তা নিতে হত। যার ফলে তৃণমূলের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ জন্মাতে শুরু করেছিল। যার বহিঃপ্রকাশ ঘটেছে লোকসভা নির্বাচনের ভোটবাক্সে। তবে এবার উন্নয়নে দুর্নীতি যাতে না আসে, তার তদারকি করতে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের তরফে বুথভিত্তিক কমিটি করে তার ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হল বলে মত অনেকের। কিন্তু এতে কি সুফল পাওয়া যাবে!

এদিন এই প্রসঙ্গে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “জেলায় মোট 8,490 টি বুথে তিনজনের কমিটি তৈরি হয়ে গিয়েছে। বুথ সভাপতিরা মোট 11 জনের বুথ কমিটি তৈরি করবেন। তাদের পাঁচটি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া এবং সুবিধা না পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরীর জন্য খাতা দেওয়া হবে। আগামী 6 জানুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!