এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে ব্যাচ থাকলেই লাগবে না বাস- ট্রেনের টিকিট

তৃণমূলে ব্যাচ থাকলেই লাগবে না বাস- ট্রেনের টিকিট


২১ শে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই শহরে দলীয় কর্মী এবং সমর্থকদের ভিড় জমতে শুরু হচ্ছিল। এদিন সকাল থেকে শহরে জনস্ফীতি ছিল চোখে পড়ার মতো। রেল এবং সড়ক পথে কয়েক লক্ষ কর্মী-সমর্থক শহরে এলেও তাঁদের বেশিরভাগেরই টিকিটের বালাই নেই। ২১ জুলাইয়ের ব্যাজ বুকে লাগানো থাকলেই ফ্রিতে আসা-যাওয়া।
পরিবহন কর্তাদের একাংশ এমনি অভিযোগ তুললেন। ঝামেলা এড়াতে টিকিট পরীক্ষকেরাও কাউকে কিছু বলছেন না। গোটা ঘটনায় পরিবহন

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

দপ্তরের প্রায় একদিনের রোজগার মার গেল। নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকিট পরীক্ষক বললেন, “আমরা জানি সবটাই। কিন্তু কিছু বলা যাবে না। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে কেবল ২১ জুলাইয়ের ব্যাজ দেখে আমারা ছেড়ে দিচ্ছি। বিনা টিকিটের যাত্রীদের কাউকে জরিমানা করতে গেলে নেতারা এসে জোর করে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। গন্ডগোল, চিৎকার চেঁচামেচির থেকে ওদেরকে ছেড়ে দেওয়া ভালো।”
রেলের এক টিকিট পরীক্ষকের গলাতেও একই সুর। তাঁর কথায়, “দিদির ছবি দেখালেই আজ সব ছাড়! আমাদের কিছু করার নেই। প্রতি বছরই এই ঘটনা ঘটে। রেলের ক্ষতি হলেও আমাদের মুখ খোলা বারণ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!